গোলাপের পাপড়ির উপর শুয়ে রিল ভিডিও পোস্ট করেছেন এবং ক্যাপশনে লাল গোলাপের ইমোজি দিয়েছেন। বক্ষযুগল গোলাপের পাপড়ি দিয়ে ঢেকে রেখেছেন উরফি। উরফির এই নগ্ন ছবি দেখে কালঘাম ছুটছে ভক্তদের। সকলেই অভিনেত্রীকে রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
410
গোলাপের পাপড়ির উপর শুয়ে রিল ভিডিও পোস্ট করেছেন এবং ক্যাপশনে লাল গোলাপের ইমোজি দিয়েছেন। বক্ষযুগল গোলাপের পাপড়ি দিয়ে ঢেকে রেখেছেন উরফি। উরফির এই নগ্ন ছবি দেখে কালঘাম ছুটছে ভক্তদের। সকলেই অভিনেত্রীকে রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
510
রণবীর সিংয়ের নগ্ন ছবির সঙ্গে তুলনা টেনে একজন জানিয়েছেন, রণবীরের সিংয়ের চেয়ে উরফি অনেকটাই ভাল। কেউ আবার উরফির হটনেসকে সানি লিওনের কথা তুলে ধরেছেন। কেউ লিখেছেন আরে ভাই উরফি কি এবার সানি লিওনের সঙ্গে প্রতিযোগিতা দিচ্ছেন। রণবীর সিংকে টেক্কা দেওয়ার কথাও তুলে ধরেছেন।
610
আর কতটা নীচে নামবে, উরফিকে দেখে এই একটা প্রশ্ন উঠে আসছে। শিরোনামে থাকার জন্য যে এতটা নীচে নামাও সম্ভব তা ফের প্রমাণ করে দিলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। রণবীর সিং এবং উরফির মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই। দুজনেরই শখ নাকি একইরকম, এমনও মন্তব্য করেছেন। কেউ আবার বলেছেন, মিসেস পাড়ুকোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছেন রণবীর কাপুর।
710
নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। শরীরে পোশাক না রাখাটাই যেন সবচেয়ে ভাল। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। নগ্ন শরীরে নেটপাড়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। তবে এতটা শরীর দেখাতে গিয়েই নোংরা কটাক্ষের শিকার হলেন উরফি জাভেদ। উরফির এই নয়া স্টাইল স্টেটমেন্ট দেখে নোংরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
810
তাকে নিয়ে চর্চা হবে না এমন কোনও দিন হয়েছে বলে মনে হয় না। উরফিকে ঘিরে বিতর্ক লেগেই রয়েছে। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি।
910
যদিও সমালোচনাকে যে মোটেই পাত্তা দেন না উরফি, তার প্রমাণ বহুবার দিয়েছেন উরফি। এতটা সাহসী এর আগে কেউ হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। ঠিক কতটা সাহস থাকলে এমন একটা পোশাক ক্যারি করা যায় তা মনে হয়, উরফির থেকে ভাল আর কেউ জানে না। কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। এবার নতুন পোশাকের ভিডিও শেয়ার করে সকলকে চমকে দিলেন , যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের।
1010
যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।