স্তনের একাংশ উন্মুক্ত করে নয়, লেহেঙ্গা চোলিতে গর্জিয়াস উরফি, হাইভোল্টেজে কাঁপছে নেটপাড়া

কাটাছেড়া পোশাক,উন্মুক্ত শরীর ছাড়া প্রায় তাকে দেখা যায় না।  আর পোশাকের কারণেই শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের নিয়মেই চলতে বেশি পছন্দ করেন উরফি জাভেদ (Urfi Javed)। সাজ পোশাকে বরাবরই নিয়ম ভাঙতে পছন্দ করেন উরফি জাভেদ। যদিও এর জন্য জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে।  তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না। তবে শরীরের একাংশ উন্মুক্ত করে নয় বরং লেহেঙ্গা চোলি,গা ভর্তি সোনার গয়নায় নিজেকে সাজিয়ে নেটদুনিয়ার উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ। 
 

Riya Das | Published : Mar 5, 2022 7:05 AM IST
18
স্তনের একাংশ উন্মুক্ত করে নয়, লেহেঙ্গা চোলিতে গর্জিয়াস উরফি, হাইভোল্টেজে কাঁপছে নেটপাড়া

অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না, কারণ  তিনি হলেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। 
 

28

লাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়, তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন। প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। এবারও খোলামেলা শরীরে শরীরী জাদুতে মুগ্ধ করলেন উরফি জাভেদ  (Urfi Javed)।
 

38

উরফি জাভেদের ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না। বরং শরীরের একাংশ উন্মুক্ত করে নয় বরং লেহেঙ্গা চোলি,গা ভর্তি সোনার গয়নায় নিজেকে সাজিয়ে নেটদুনিয়ার উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ (Urfi Javed)। 
 

48

উরফিকে দেখে নেটিজেনরা সকলেই যেন ভিড়মি খেয়েছেন। সকলেরই একটাই প্রশ্ন, হঠাৎ কী হল উরফির। সূত্র থেকে জানা গেছে, নয়া ফোটোশ্যুটের জন্যই উরফির এই ভোলবদল।  লেহেঙ্গার সঙ্গে ম্যাচ করেই গয়না পরে সেজেছিলেন উরফি জাভেদ  (Urfi Javed) ।

58

উরফি জাভেদের ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না। বরং শরীরের একাংশ উন্মুক্ত করে নয় বরং লেহেঙ্গা চোলি,গা ভর্তি সোনার গয়নায় নিজেকে সাজিয়ে নেটদুনিয়ার উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ (Urfi Javed)। 
 

68


উরফিকে (Urfi Javed) দেখে নেটিজেনরা সকলেই যেন ভিড়মি খেয়েছেন। সকলেরই একটাই প্রশ্ন, হঠাৎ কী হল উরফির। সূত্র থেকে জানা গেছে, নয়া ফোটোশ্যুটের জন্যই উরফির এই ভোলবদল।  লেহেঙ্গার সঙ্গে ম্যাচ করেই গয়না পরে সেজেছিলেন উরফি জাভেদ।

78

তবে উরফিকে (Urfi Javed) দেখে মোটেই সন্তুষ্ট হচ্ছেন না নেটিজেনরা। এই পোশাক কেন পরেছেন উরফি জাভেদ, এখন নেটদুনিয়ায় তা নিয়ে জোর চর্চা চলছে। যদিও উরফি মোটেই এই সব বিষয়ে কান দিতে রাজি নন। তিনি তার নিজের মতো করেই সবটা করে চলেছেন।

88

লেহেঙ্গা পরেই  দিব্যি নিজের মতো করে রিলস ভিডিও বানিয়েছেন  উরফি জাভেদ (Urfi Javed)। এবং নিজের সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল সেই ভিডিও পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে।ডিও ভাইরাল হতেই চরম ভিড়মি খেলেন  নেটিজেনরা। নেটদুনিয়ার হট সেনসেশন উরফিকে নিয়ে বিতর্কের শেষ নেই । 

Share this Photo Gallery
click me!

Latest Videos