বি-টাউনের সঙ্গে ক্রিকেটের যে বরাবরই যোগ রয়েছে, তা সকলেরই জানা। একাধিক ক্রিকেটারটা বলি নায়িকাদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। কারোর প্রেম ভেঙেছে, কেউ আবার প্রেম করে বিয়ের পর চুটিয়ে সংসার করছেন। সেই তালিকায় রয়েছে বিরুষ্কা। দেশের পাওয়ার কাপল বললেই সবার আগে আসে (Virat Kohli) বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার (Anushka Sharma )নাম।