অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ।আর এবারও তার অন্যথা হল না। ব্রা না পরে প্রকাশ্যেই কাটাছেড়া পোশাক পরে নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। বক্ষের একাংশ উন্মুক্ত করে উদ্ভট ফ্যাশনে রাতের ঘুম কাড়লেন উরফি জাভেদ (Urfi Javed)।
210
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। পোশাক বিতর্ক আর উরফি জাভেদের নাম থাকবে না এটা কোনওদিন হতে পারে না। অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ।
310
একের পর এক কর্মকান্ডে অনুরাগীদের অবাক করে দিচ্ছেন উরফি জাভেদ। ট্রোলাররাও তার পিছু ছাড়তে নারাজ। তবে এবার অন্যান্যবারের তুলনায় একটু হটকে লুকে ফিল্মি কায়দায় নজর কাড়লেন উরফি জাভেদ । সমালোচনা না করার কোনও সুযোগই দিতে চান না উরফি জাভেদ (Urfi Javed)।
410
পোশাকের কারণে ট্রোলড হলেও তিনি নিজের মর্জিতেই চলেন। ট্রোলারদের কোনওদিনই পাত্তা দিতে নারাজ উরফি জাভেদ (Urfi Javed) । একের পর এক কর্মকান্ডে দিশেহারা নেটিজেনরা। তিনিও নিরাশ করেন না। নিজের পোশাক নিজেই ডিজাইন করে ভক্তদের বারেবারে চমকে দেন উরফি জাভেদ। এবারও তার অন্যথা হল না।
510
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সিজলিং ফ্রন্ট কাট আউট পোশাকে ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। যা দেখা মাত্রই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। সিজলিং লুকে উরফিকে দেখেই ঘুম উড়েছে ভক্তদের। নিজের পোশাক নিজে ডিজাইন করেই সকলের নজর কাড়েন উরফি জাভেদ (Urfi Javed) ।
610
ভিডিওতে উরফি জাভেদকে (Urfi Javed) গোলাপি রঙের একটি অদ্ভুত কাটআউট পোশাকে দেখা গেছে। ভিডিও পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে। উরফির সামনের দিকে খোলা পোশাকের নীচে অদ্ভুত ডিজাইন করা কাটআউট নকশা রয়েছে। যা দেখেই চক্ষু কপালে হয়েছে নেটিজেনদের।
দীপিকা পাড়ুকোন অভিনীত 'গেহরাইয়া' ছবির রোম্যান্টিক গান ডুবে-র তালে ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। কিলার পোজে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে উরফির এই বোল্ড কাটআউট পোশাক দেখে অশ্লীল মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
910
নেটিজেনদের একজন বলেছেন, তাকে কিছু পোশাক ধার দিন। এর চেয়ে বেশি ব্লাডার আর দেখতে পারছি না। অন্য নেটিজেন উরফির পোশাক নিয়ে মজা করে লিখেছেন, কুকুর ছিঁড়ে দিয়েছে। তবে নেটিজেনদের মন্তব্য নিয়ে একদমই পাত্তা দেন না উরফি জাভেদ (Urfi Javed)।
1010
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা। বিতর্কিত পোশাক থেকে মন্তব্যে সবেতই পারদর্শী উরফি । শরীরে অন্তর্বাস রাখতে মোটেই পছন্দ করেন না উরফি জাভেদ। তাই বেশিরভাগ সময়েই অন্তর্বাস না পরেই প্রকাশ্যে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে চলে আসেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) । আর এবারও তার অন্যথা হল না।