ঠিকরে বেরোচ্ছে সুডৌল স্তন, বুকখোলা পোশাকে সিক্রেট ফাঁস করলেন উরফি

অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না, কারণ  তিনি হলেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। লাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়, তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন। প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। এবারও খোলামেলা শরীরে শরীরী জাদুতে মুগ্ধ করেও নিজের বিশেষ গুণের কথা শেয়ার করলেন উরফি জাভেদ। অভিনয় ছাড়াও উরফির আরও একটা বিশেষ গুণ রয়েছে। তিনি একজন সুগায়িকাও বটে। ব়্যাপ করতেও ভীষণ ভালবাসেন।
 

Riya Das | Published : Mar 2, 2022 11:51 PM / Updated: Mar 03 2022, 12:20 AM IST
110
ঠিকরে বেরোচ্ছে সুডৌল স্তন, বুকখোলা পোশাকে সিক্রেট ফাঁস করলেন উরফি

নিজের নিয়মেই চলতে বেশি পছন্দ করেন উরফি জাভেদ (Urfi Javed)। সাজ পোশাকে বরাবরই নিয়ম ভাঙতে পছন্দ করেন উরফি জাভেদ। যদিও এর জন্য জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে।  তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। 

210

সম্প্রতি নীল বিকিনি পরে অনাবৃত পিঠে শোরগোল ফেলে দিয়েছিলেন উরফি জাভেদ। ভিডিও ভাইরাল হতেই চরম ভিড়মি খেলেন  নেটিজেনরা। নেটদুনিয়ার হট সেনসেশন উরফিকে নিয়ে বিতর্কের শেষ নেই (Urfi Javed)। 
 

310


ফের ইন্টারনেট আগুন জ্বালালেন উরফি জাভেদ। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। এমনকী অদ্ভুত পোশাক পরে ট্রোলড হওয়াটাকেই যেন বেশি উপভোগ করেন উরফি (Urfi Javed)। 

410

অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। 

510


লাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়, তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন (Urfi Javed)। প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। এবারও খোলামেলা শরীরে শরীরী জাদুতে মুগ্ধ করেও নিজের বিশেষ গুণের কথা শেয়ার করলেন উরফি জাভেদ। 

610


অভিনয় ছাড়াও উরফির আরও একটা বিশেষ গুণ রয়েছে। তিনি একজন সুগায়িকাও বটে (Urfi Javed)। ব়্যাপ করতেও ভীষণ ভালবাসেন। অভিনয়ের আগে উরফি দিল্লির একটি সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে চাকরি করতেন।

710

হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট।  যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)। 
 

810


 উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা। 
 

910

পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির  (Urfi Javed)।
 

1010

 উরফির  (Urfi Javed) এই উদ্ভট সাজগোজ দেখে হতবাক হয়েছে নেটিজেনরা। একের পর একে নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। তার প্রতি পাপারাৎজির এই অ্যাটেনশনকেই তাড়িয়ে উপভোগ করছেন উরফি জাভেদ। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos