সর্বনাশ! ক্যামেরার সামনেই খুলে ফেললেন পোশাক, বুকের খাঁজ দেখাতেই কেলেঙ্কারি কান্ড ঘটালেন উরফি

উরফি জাভেদকে চেনেন না এমন লোকের সংখ্যা প্রায় হাতে গোনা। যদিও তাকে চেনার পিছনে বিতর্ক জড়িয়ে রয়েছে। প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে  তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের। অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টের জন্য সর্বদাই শিরোনামে থাকেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। এবার সব কিছুর উর্ধ্বে উঠে গেলেন  উরফি।  ক্যামেরার সামনেই এবার পোশাক খুলে শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ। যদিও এই প্রথমবার নয়, এর আগে অন ক্যামেরায় প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন উরফি জাভেদ।

Riya Das | Published : Apr 2, 2022 4:10 AM IST
110
সর্বনাশ! ক্যামেরার সামনেই খুলে ফেললেন পোশাক, বুকের খাঁজ দেখাতেই কেলেঙ্কারি কান্ড ঘটালেন উরফি


উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, টেলিভিশনের এই জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়াতে সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন।  অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ  (Urfi Javed) । 

210

পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। এবার সব কিছুর উর্ধ্বে উঠে গেলেন  উরফি।  ক্যামেরার সামনেই এবার পোশাক খুলে শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ। যদিও এই প্রথমবার নয়, এর আগে অন ক্যামেরায় প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন উরফি জাভেদ (Urfi Javed) ।
 

310


নেটিজেনরা মনে করেন পাবলিসিটির জন্যই এসব করেন উরফি জাভেদ। তবে এবারের টা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আসলে নগ্ন হয়ে শরীর দেখানোর জন্য ঠিক যতটা নীচে নামা যায় ততটাই করতে রাজি উরফি জাভেদ  (Urfi Javed) ।
 

410

উরফির পোশাক মানেই অর্ধনগ্ন। এবারও তার অন্যথা হল না। আচমকাই ক্যামেরার সামনে পোশাক খুলতে শুরু করে দিলেন উরফি জাভেদ। তবে এবার পুরোটা খোলেন নি। সোশ্যাল মিডিয়ায় হু হু ভিডিও ভাইরাল হয়েছে  (Urfi Javed)  ।

510

উরফির এই ভিডিও দেখেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। প্রায় সব ভিডিওতেই সমালোচনা হয় কিন্তু উরফি কোনও কিছুকেই পাত্তা দেন না, কারণ তার একটাই লক্ষ্য পাবলিসিটি। আর তার জন্য যা খুশি করতে রাজি বলি নায়িকা  (Urfi Javed) । 

610

উরফি নিজেও জানিয়েছিলেন,  তিনি রোজ নতুন নতুন পোশাক পরেন, তবে সেগুলি তার পুরোনো পোশাক। নিজের পোশাককেই কাটাছেড়া করে নতুন করে বানিয়ে নেন উরফি জাভেদ (Urfi Javed)  এবং সেগুলির জন্য হামেশাই চর্চায় থাকেন নেটপাড়ার হট সেনসেশন।

710

 অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল। কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই।  
 

810

নগ্ন শরীর, গায়ে নেই সুতোর লেশমাত্র, সারা শরীরে নিজের ছবি আটকে  নেটপাড়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় নিকি মিনাজ ও জেসন ডেরুলোর গান সোল্লায় নাচের ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। উরফির এই ফ্যাশন সেন্স দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। নগ্ন শরীরে নিজের ছবি আটকে  নানা রকমের অঙ্গিভঙ্গি করতে দেখেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। খোলা চুল, পায়ে হাই হিল জুতো, সারা গায়ে ছবি আটকে উদ্দাম নেচে চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)।

910


অদ্ভুত পোশাকের ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি জানিয়েছেন, তিনি কোথা থেকে এই ধরনের পোশাকের আইডিয়া পেয়েছেন। আসবে ইন্টারনেট থেকেই এই ধরনের পোশাকের আইডিয়া পেয়েছেন বলে জানিয়েছেন নেটপাড়ার হট সেনসেশন (Urfi Javed)। উরফির এই পোশাক দেখেই ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

1010

ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।  সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ ।  প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না (Urfi Javed) । 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos