নগ্ন শরীর, গায়ে নেই সুতোর লেশমাত্র, সারা শরীরে নিজের ছবি আটকে নেটপাড়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় নিকি মিনাজ ও জেসন ডেরুলোর গান সোল্লায় নাচের ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। উরফির এই ফ্যাশন সেন্স দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। নগ্ন শরীরে নিজের ছবি আটকে নানা রকমের অঙ্গিভঙ্গি করতে দেখেই ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। খোলা চুল, পায়ে হাই হিল জুতো, সারা গায়ে ছবি আটকে উদ্দাম নেচে চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)।