যৌনমিলনের পরও মিলছে না যৌনতৃপ্তি, নিকের গোপনীয়তা ফাঁস করে বোমা ফাটালেন প্রিয়ঙ্কা

Published : Apr 01, 2022, 08:40 AM ISTUpdated : Apr 01, 2022, 08:45 AM IST

হলিউডের পপ তারকা নিক জোনাস এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। কীভাবে নেটিজেনদের নজর কাড়তে হয় তাতে বেশ সিদ্ধহস্ত দুজনেই। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে চুটিয়ে সংসার করছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বি-টাউনের পাশাপাশি হলিউডেও বেশ পরিচিতি রয়েছে এই কাপলের।  তাদের প্রেমপর্ব থেকে রূপকথার বিবাহ, বিলাসবহুল জীবপযাপন দেখলে অনেকেরই  চোখ কপালে উঠবে। এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা নিজের বিবাহ নিয়ে মুখ খুলেছেন, যা প্রকাশ্যে আসতেই হৈ চৈ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গমের পরও নাকি মিলছে না যৌনতৃপ্তি, এবার নিকের গোপনীয়তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিলেন বলিউডের নতুন মা।  

PREV
19
যৌনমিলনের পরও মিলছে না যৌনতৃপ্তি, নিকের গোপনীয়তা ফাঁস করে বোমা ফাটালেন প্রিয়ঙ্কা

সালটা ২০১৬, মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই  প্রথম সাক্ষাৎ। তারপরেই চলতে থাকে কথোপকথন।  প্রথম ডেটে ২ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও প্রিয়ঙ্কাকে একটা চুমুও খেতে পারেননি নিক। আর সেই দুঃখ-হতাশা আজও তাড়িয়ে বেড়ায় নিককে। 

29


তারপরের বছরই অস্কার পরবর্তী একটি পার্টিতে দুজনের প্রথম সাক্ষাৎ। সেখানেই হলভর্তি লোকের সামনে হাঁটু মুড়ে বসে দেশি গার্লকে নিজের মনের কথা জানায় নিক। একাধিক বিদেশিনীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক, কিন্তু কোনও সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি। ৪ বিদেশি কন্যার পর অবশেষে নিকের জীবনে আসে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।

39

সোশ্যাল মিডিয়ায় প্রেমালাপ চলতে চলতেই মেট গালার একসপ্তাহ আগে দেখা করেন নিক-প্রিয়ঙ্কা। নিজের অ্যাপার্টমেন্টেই নিককে আমন্ত্রণ জানায় দেশি গার্ল। সম্প্রতি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন,  তিনি বিয়ে করার সময় নিককে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। 

49

একে অপরের সঙ্গে সময় কাটানোর পরই ২০১৮ সালে ২-রা ডিসেম্বর দুই রীতি অনুযায়ী বিবাহপর্ব সারেন নিক ও প্রিয়ঙ্কা চোপড়া।  কিন্তু নিকের এমন কিছু জিনিস রয়েছে যা মেনে নেওয়া সহজ নয়। অতিরিক্ত উচ্ছাকাঙ্খী নিককে রীতিমতো তিতিবিরক্ত প্রিয়ঙ্কা।

59


বিয়ের কিছুদিন পরই প্রিয়ঙ্কাকে  নিয়ে অসন্তুষ্ট ছিলেন নিকের পরিবার।বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই নিক জোনাসের ভাই কেভিন জোনাস জানিয়েছিলেন, যে বিয়ের পরপরই নিক জোনাসকে নিয়ে চলে যাওয়ার জন্যই পরিবারের কোনও সদস্যরাই প্রিয়ঙ্কাকে পছন্দ করতেন না।

69

প্রিয়ঙ্কা চোপড়া আরও বলেন, নিকের এমন অনেক জিনিস রয়েছে, যা মেনে নেওয়া সম্ভব হয় না। উচ্ছাকাঙ্খী নিককে নিয়ে রীতিমতো তিতিবিরক্ত প্রিয়ঙ্কা। যৌনমিলনের পর মেলে না সেই তৃপ্তি। নিজের বেডরুম সিক্রেটও ফাঁস করেছেন প্রিয়ঙ্কা চোপড়া, যা নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

79


চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া  । জানুয়ারি মাসেই গভীর রাতেই সুখবর দিয়েছিলেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া । মা হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন।

89

মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা। অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন।

99

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  । সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

click me!

Recommended Stories