উদ্ভট সাজ পোশাকে, কাটাছেড়া পোশাক পরা, ফ্যাশন সেন্স- এর জন্য বারেবারে জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে(Urfi Javed)। তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।