যদিও সমালোচনাকে যে মোটেই পাত্তা দেন না উরফি, তার প্রমাণ বহুবার দিয়েছেন উরফি। তবে এই চ্যালেঞ্জিং পোশাক কেন তিনি পরেছেন, সেকথাও জানিয়েছেন উরফি জাভেদ। তিনি ক্যাপশনে লিখেছেন, এতটা সাহসী চ্যালেঞ্জ নিতে হয়েছে কারণ এটা আমার প্রিয় গান। এবং এই পোশাক ও মেক-আপের কৃতিত্ব নিজেকেই দিয়েছেন।