নীল বিকিনিতে উর্বশী, পারদ চড়ালেন বলি নায়িকা

লকডাউন সময় কাটছেনা অসংখ্য মানুষের। লকডাউনের সময়সীমার কথা চিন্তা করতেই হাপিয়ে উঠছে তারা। স্মার্টফোনে মুখ গুঁজেও তেমন কোনও লাভ হচ্ছে না। এভাবে বাড়িতে কতদিন আর বসে থাকা যায়। এমনই ভাবনায় যখন সাইবারবাসী জর্জরিত হয়ে উঠেছে, তখনই নিজের গ্ল্যামার ও রূপে সকলের মন ভোলাতে এলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা। 

Adrika Das | Published : Apr 2, 2020 12:52 PM
110
নীল বিকিনিতে উর্বশী, পারদ চড়ালেন বলি নায়িকা
সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতেই চোখ কপালে উঠেছে সকলের। নীল রঙের বিকিনিতে অসামান্য সুন্দর দেখাচ্ছিল তাঁকে।
210
বিদেশ ভ্রমণে যাওয়ার কিছু পুরনো ভিডিও ও ছবি পোস্ট করছেন উর্বশী। যা লকডাউনে বেশ ভালই বিনোদন যোগাচ্ছে নেটিজেনদের।
310
বলিউডে বেশিদিন হয়নি উর্বশীর, তবে এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
410
তাঁর সৌন্দর্য, গ্ল্যামার, চার্ম সবকিছুই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। উত্তরাখান্ডের মেয়ে এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
510
উর্বশীর বিকিনি ছবি গুলি দেখামাত্রই নেটিজেনদের মন্তব্যে ভরতে শুরু করেছে কেমন্ট সেকশন।
610
কেউ বলছে, "এই গরমে এমনই পারছি না, আপনি আর গরম বাড়াবেন না" অন্যদিকে কেউ বলছে, "উর্বশীর জন্যই লকডাউনটা ইন্টারেস্টিং হয়ে উঠছে।"
710
উর্বশীর মহিলা ভক্তরা তাঁর বিকিনির চেয়ে বেশি উৎসাহিত হয়েছে বিকিনি ফিগার দেখে।
810
কয়েকজন লিখেছে, উর্বশীকে দেখে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করছি। লকডাউনের মধ্যে এরম ফিগার বানাতেই হবে।
910
পুরুষদের মনের ধুকপুকানি বাড়ানোর পাশাপাশি মহিলাদের কাছে ফ্যাশন ও ফিটনেসের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।
1010
উর্বশীর এই টোনড চেহারার কৃতিত্ব যায় তাঁর জিম ট্রেনারের কাছে। হেভি ওয়ার্ক আউট করেই অভ্যস্ত তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos