উর্বশী প্রথম ভারতীয় মডেল, যাঁর নাম উঠে এসেছে এই সেরার সেরা লিস্টে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করতেই মুহূর্তে তা নজর কাড়ে। বলিউডে সেভাবে প্রসার না জমলেও উর্বশী যে মডেল দুনিয়াকে নিজের হট লুকে কাঁপিয়ে রেখেছিলেন, তা নিয়ে কোনও দ্বিমতই নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
বলিউডের পর্দায় যতবার উপস্থিত হয়েছেন উর্বশী রাউটেলা ঠিক ততবারই প্রমাণ হয়েছে তার হটনেস।
210
বিশ্বের বাঘা বাঘা মডেলদের করা টক্কর দিয়ে তিনি যে সেরা সেরা হওয়ার ক্ষমতা রাখেন তা এবার প্রমাণ করে দিলেন এই বলিউড ডিভা।
310
বলিউড খুব একটা ভালো জায়গা করে দেয়নি। রূপ গুণ নাচের দক্ষতা থাকা সত্ত্বেও বলিউডে সেভাবে প্রসার জমেনি উর্বশীর।
410
তবে ফ্যাশন দুনিয়া তাকে অবজ্ঞা করতে নারাজ। তাই 2021 এর হট লিস্টে থাকা বিশ্বের সেরা 10 সেক্সিয়েস্ট মডেলে নাম এলো তার।
510
সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন উর্বশী রাউটেলা। জানালেন তিনি সত্যিই অন্তর থেকে খুশি। জানালেন ঈশ্বরকে ধন্যবাদ।
610
মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন উর্বশী রাউটেলা। জানালেন তিনি সত্যিই অন্তর থেকে খুশি। জানালেন ঈশ্বরকে ধন্যবাদ।
710
যেটুকু রয়েছে ঈশ্বরের দেওয়া। তাই তার কাছে আমি কৃতজ্ঞ । ঊর্বশী এই পোস্ট মুহূর্তে হয়ে উঠে ভাইরাল।
810
পাশাপাশি এদিন উর্বশী জানান গোটা বিশ্ব থেকে আমি যে ভালবাসা পেয়েছি তার জন্য আমার লক্ষ লক্ষ ভক্ত কে ধন্যবাদ।
910
উর্বশীকে শেষদেখা গিয়েছেন ভার্জিন ভানুপ্রিয়াতে। বর্তমানে কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন উর্বশী।
1010
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।