Published : Feb 28, 2022, 12:39 PM ISTUpdated : Feb 28, 2022, 12:49 PM IST
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে উর্বশী রাউতেলার। বরাবরই হটকে ফ্যাশনে তার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ে অন্যদের। উর্বশীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার সাহসী ছবি প্রচুর দেখা যায়। তার হট অবতারের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। উর্বশীর ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর। কোনও ছবি পোস্ট করা মাত্রই তা নিমেষে ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। উর্বশী রাউতেলার কোনও পরিচয়ের প্রয়োজন নেই। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, নায়িকা হিসেব যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি মডেল হিসেবে জনপ্রিয়। আইটেম ডান্স ছাড়া বলিউডে সেভাবে নজরও কাড়েননি অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয় দক্ষতা দিয়ে নিজের নাম পাকাতে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ রেখেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সম্প্রতি ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দিয়েছেন উর্বশী রাউতেলা। এবার মলদ্বীপ গিয়েই নীল মনোকিনিতে সাহসী পোজে নিজেকে যেন মেলে ধরেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)।
ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা ফিটনেসে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত উর্বশী রাউতেলা। তেমনই আবার হট পোজ, রূপের জাদুতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও হার মানাতে প্রস্তুত উর্বশী ( Urvashi Rautela )।
210
সদ্যই ২৮-শে পা দিলেন বলি নায়িকা উর্বশী রাউতেলা। ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করলেও ছোট থেকেই নিজেকে একটু স্পেশ্যাল ভাবতেন উর্বশী। মাত্র ১৫ বছর বয়সেই হটনেসে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ছোট থেকেই মডেলিং এবং অভিনয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন উর্বশী (Urvashi Rautela) ।
ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা ফিটনেস সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত উর্বশী রাউতেলা। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ( Urvashi Rautela), নায়িকা হিসেব যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি মডেল হিসেবে জনপ্রিয় ।
610
আরব ফ্যাশন উইকে শো স্টপার উর্বশীর ( Urvashi Rautela) এই পোশাক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। উর্বশী রাউতেলাই প্রথম ভারতীয়, যিনি একবার নয়,এই নিয়ে দুইবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। নিজের ফ্যাশন স্টেটমন্টে ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য বরাবরই চর্চায় থাকেন বলি নায়িকা।
710
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে উর্বশী রাউতেলার। বরাবরই হটকে ফ্যাশনে তার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ে অন্যদের। উর্বশীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার সাহসী ছবি প্রচুর দেখা যায় (Urvashi Rautela) । তার হট অবতারের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। উর্বশীর ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর। কোনও ছবি পোস্ট করা মাত্রই তা নিমেষে ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।
810
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, যার শরীরী উষ্ণতায় কুপোকাত হাজার পুরুষ। লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তা যেন উর্বশীর চেয়ে আর ভাল অনেকেই জানে না।পোশাক ঠিকরে বেরিয়ে আসছে সুডৌল স্তনযুগল,শরীরী উষ্ণতায় উন্মুক্ত বক্ষযুগলের নেশাতেই ভক্তদের পাগল করেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)।
910
সম্প্রতি উর্বশীর (Urvashi Rautela) পোস্ট করা একটি বোল্ড ছবিতে গলায় কাছে একটি লাল রঙের দাগ দেখা গিয়েছিল, এবং সেটি নাকি ভালবাসার চিহ্ন। অর্থাৎ এককথায় যাকে বলা হয় লাভ বাইট। উর্বশীর এই গলার দাগ দেখে তেমনই প্রশ্ন তুলেছিল এক সংবাদমাধ্যম। সেই সংবাদমাধ্যমের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলি অভিনেত্রী।
1010
কটাক্ষের জবাবে উর্বশী সটান (Urvashi Rautela) জানিয়েছেন, লাভ বাইট-এর খবরটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন এরকম মিথ্যা খবর ছাপানোর বদলে এখনও পর্যন্ত তিনি যা সাফল্য পেয়েছেন সেইগুলো নিয়ে আলোচনা করলে আরও ভালো হয়। এখানেই থামেননি তিনি, সেই সংবাদমাধ্যম যেন তার কাছে ক্ষমা চায়, সেই দাবিও তুলেছেন উর্বশী রাউতেলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।