Published : Jan 25, 2021, 09:18 AM ISTUpdated : Jan 25, 2021, 10:11 AM IST
আলিবাগের ম্যানশনে এলাহি আয়োজন। কম সংখ্যক অতিথি হলেও আলিশান ব্যবস্থা। তবুও বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের প্রস্তুতি এবং বিলাসবহুল ব্যবস্থায় ছিল না কোনও খামতি। ২০২০ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁদের। করোনার জন্যই তা পিছিয়ে যায়। সমস্ত বুকিং ছিল কমপ্লিট। অবশেষে সমস্ত কিছুই বাতিল করে দিতে বাধ্য হন তাঁরা।