বিয়ের পর ইস্তান্বুলে হানিমুন, বরুণ-নাতাশ মধুচন্দ্রিমার এক রাতের খরচ শুনলে চোখ উঠবে কপালে

আলিবাগের ম্যানশনে এলাহি আয়োজন। কম সংখ্যক অতিথি হলেও আলিশান ব্যবস্থা। তবুও বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের প্রস্তুতি এবং বিলাসবহুল ব্যবস্থায় ছিল না কোনও খামতি। ২০২০ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁদের। করোনার জন্যই তা পিছিয়ে যায়। সমস্ত বুকিং ছিল কমপ্লিট। অবশেষে সমস্ত কিছুই বাতিল করে দিতে বাধ্য হন তাঁরা। 

Adrika Das | Published : Jan 25, 2021 3:48 AM IST / Updated: Jan 25 2021, 10:11 AM IST
110
বিয়ের পর ইস্তান্বুলে হানিমুন, বরুণ-নাতাশ মধুচন্দ্রিমার এক রাতের খরচ শুনলে চোখ উঠবে কপালে

অবশেষে করোনা আবহের মাঝেই সমস্ত বিধিনিষেধ মেনেই বিয়ে সম্পন্ন হল তাঁদের।

210

আলিবাগের আলিশান ম্যানশন থেকে খুব শীঘ্রই তাঁরা রওনা দিতে চলেছেন ইস্তান্বুল, তুর্কির দিকে। 

310

ইস্তানবুলই হল সেলেব দম্পতির হানিমুন ডেস্টিনেশন। রাজপ্রাসাদেই কাটবে বরুণ-নাতাশার মধুচন্দ্রিমার প্রতিটি রাত। 

410

ইস্তানবুলের সিরগান প্যালেস কেম্পিস্কিতে থাকবেন তাঁরা। বিলাসিতা দেখলে চোখ কপালে উঠবে আপনার

510

এক রাতের জন্য থাকার খরচ প্রায় ৩০,০০০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য হল প্রায় ২৭ লাখ টাকা। 

610

প্রতি রাতের খরচ যদি ২৭ লাখ হয় তবে চার রাতেই সেই খরচ দাঁড়ায় এক কোটিরও বেশি। 

710

রাজকীয় এলাহি ব্যবস্থা রয়েছে এই রাজপ্রাসাদে। যেখানকার সুলতান স্যুইটে তাঁরা থাকবেন বলেই জানা যাচ্ছে। 

810

সুলতান প্যালেসের এই খরচের মধ্যে থাকছে একটি প্রকান্ড লিভিং রুম, দুটি বেডরুম, প্রাইভেট তুর্কি হামাম, যেখানে গোল্ড প্লেটেড ও ক্রিস্টাল ফসেটস বসানো। 

910

চোখ ধাঁধিয়ে যাবে প্রাসাদের প্রতিটি কোণায় নজর গেলে। বিলাসিতার গন্ধ ম ম করছে চারিদিক।

1010

রবার্ট ডাউনি জুনিয়রের মত একাধিক হলিউড তারকারা এই প্যালেসে এসে থেকেছেন। বসফরাস ব্রিজ দেখা যায় এই হোটেলের গার্ডেন এরিয়া থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos