বরুণ-নাতাশার বিয়ের জন্য এত বড় পদক্ষের কিং খানের, নিজে উপস্থিত না থেকেও করলেন সাহায্য

জাস্ট ম্যারিড। ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। বলিউডে ডেবিউ করার আগে থেকেই নাতাশার সঙ্গে সম্পর্ক বরুণের। নিজের চাইল্ডহুড স্যুইহার্টের সঙ্গেই অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বরুণ। বিয়ের কোনও অনুষ্ঠান, প্রস্তুতির ছবি, ভিডিও প্রকাশ্যে আসতে দেননি তাঁরা। অবশেষে ২৪ জানুয়ারি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের প্রথম ছবি পোস্ট করেন। 

Adrika Das | Published : Jan 25, 2021 7:52 AM / Updated: Jan 25 2021, 07:54 AM IST
18
বরুণ-নাতাশার বিয়ের জন্য এত বড় পদক্ষের কিং খানের, নিজে উপস্থিত না থেকেও করলেন সাহায্য

আলিবাগের আলিশান ম্যানশনেই বসেছিল বিয়ের আসর। অভিজাত এই ম্যানশনের ছিলেন অতিথিরা। 

28

বরুণের সুবিধের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন শাহরুখ খান। নিজে যদিও উপস্থিত থাকেননি বরুণের বিয়েতে। 

38

তবে বরুণের জন্য খুলে দিয়েছিলেন আলিবাগের নিজের বাংলো। নিজের প্রকান্ড বাংলোর দরজা খুলে দিয়েছিলেন বরুণের বিয়ের জন্য। 

48

আলিবাগের ম্যানশনেই কেবল অনুষ্ঠিত হয়নি বিয়ের নানা আচার অনুষ্ঠান। শাহরুখের বাংলো জুড়েও সেজে উঠেছিল বিয়ের সাজসজ্জা। 


 

 

 

58

অত্যন্ত কমসংখ্যক অতিথিদের নিয়েই সম্পন্ন হয়েছে বিয়ের কাজ। বরুণ-নাতাশার বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল শাহরুখ খান ও তাঁর পরিবারেরও। 

68

জানা যাচ্ছে 'পাঠান' ছবির শ্যুটিংয়ের জন্যই তিনি আসতে পারেননি বরুণের বিয়েতে। তবে বরুণকে তিনি অত্যন্ত ভালবাসেন। 

78

তাই তাঁর বিয়েতে যাতে কোন সমস্যা না হয় ম্যানশনের কাছেই থাকা নিজের বাংলোর দরজাও খুলে দিয়েছিলেন অভিনেতার বিয়ের জন্য। 

88

শাহরুখের সঙ্গে 'দিলওয়ালে' ছবিতে কাজ করেছিলেন বরুণ। সেখান থেকেও তাঁদের রসায়ন আরও গভীর হতে থাকে। শাহরুখের বাড়ির ছোট খাটো পার্টিও আমন্ত্রিত থাকেন বরুণ এবং নাতাশা।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos