বিয়ের আগে সঙ্গমের নেশায় পাগল ছিলেন বরুণ, নাতাশার সঙ্গে 'লিভ-ইন'-এ কেন বাঁধা দিয়েছিল পরিবার

৩৪-এ পা দিলেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই গাঁটছড়া বেঁধেছেন  বরুণ। তবে নাতাশাকে স্ত্রী হিসেবে কাছে পাওয়াটা অতটাও সহজ ছিল না। ছোটবেলার প্রেম নাতাশাকে পাওয়ার জন্য কী না করতে হয়েছে বরুণকে। কিন্তু একাধিকবার প্রেমে বাধা পেয়েছেন বরুণ। বিয়ের আগেও লিভ-ইন, সহবাসের ইচ্ছা থাকলে ভাগ্য সাধ দেয়নি বরুণের। বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার, কিন্তু কেন, জানলে আঁতকে উঠবেন।

Riya Das | Published : Apr 24, 2021 5:13 PM
18
বিয়ের আগে সঙ্গমের নেশায় পাগল ছিলেন বরুণ, নাতাশার সঙ্গে 'লিভ-ইন'-এ কেন বাঁধা দিয়েছিল পরিবার

৩৪-এ পা দিলেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের জানুয়ারি মাসেই গাঁটছড়া বেঁধেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।

28

অবশেষে ৪ বার প্রেমে বাধা পেয়ে নতুন পথচলা শুরু করেছেন বরুণ ধাওয়ান। আলিবাগের পাঁচতারা হোটেলেই বসেছিল বিয়ের আসর।

38

পরিবারের সদস্য  এবং খুব কম সংখ্যক ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই ছিমছাম করে বিয়ে সেরেছেন বরুণ।

48

রাতারাতি বন্ধু থেকে প্রেমিকা হওয়া অতটাই সহজ ছিল না। বরং একাধিকবার বরুণের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। 

58

ছোটবেলার বন্ধু নাতাশাকে পাওয়ার জন্য কত কিছুই না করতে হয়েছে বরুণকে। বলি অভিনেতা প্রেমকাহিনি রূপোলি পর্দার গল্পকেও হার মানাবে।

68


ছোটবেলার  বন্ধুত্ব থেকে প্রেম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই নাতাশা দালালের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বরুণের।

78


 বিয়ের আগেও লিভ-ইন, সহবাসের ইচ্ছা থাকলে ভাগ্য সাধ দেয়নি বরুণের। বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার। পরিবারের আপত্তির কারণেই সেই আশাও পূরণ হয়নি বরুণের।

88


বিয়ের পর সামাজিক মাধ্যমে স্ত্রী নাতাশার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন বরুণ ধাওয়ান। যা নেটদুনিয়ায় ভাইরাল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos