তার পর একে একে হলদি থেকে মেহেন্দি, প্রতিটা ছবি শেয়ার করেছিলেন তাঁরা, তবুও আশ মেটেনি ভক্তমহলের। এই বিয়ের ঘোর কাটতে কাটতে কেটে গেল একটা মাস, মাঝে মধ্যেই এই সেলেবের প্রফাইলে মিলছিল এক একটি ছবি, সদ্য প্রথম মাসের পূর্তীতে সম্ভবত সঙ্গীত তেকে একটি ছবি শেয়ার করেন ভিকি।