বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটরিনার প্রেমের গুঞ্জন তুঙ্গে। একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে টল-ডার্ক হ্যান্ডসাম হিরোকেই আষ্টেপৃষ্টে আকড়ে ধরেছেন বলিউডের ক্যাট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন।জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও সকলেই তাদের সম্পর্ক কথা জানেন। গেট টুগেদার থেকে একাধিক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। সূত্রের খবর গতকাল রাতে ভিকি কৌশল ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন। এবং সেখানেই প্রায় ৫ ঘন্টারও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন ভিকি-ক্যাট। ক্যাটের বাড়ি থেকে ভিকিকে বেরোতে দেখেই জোর জল্পনা শুরু হয়েছে অন্তর্জালে।