বিটাউনে পা রেখে একশো বারের বেশি অন্তঃসত্ত্বা বিদ্যা, বডি শেমিং নিয়ে বিস্ফোরক বলিউড ডিভা

সেলেব দুনিয়া মানে সর্বদা লাইমলাইট এর আওতায়। ফলে প্রতিটা মুহূর্তে তৈরি থাকতে হয় পারফেক্ট লুকে। পোশাক থেকে শুরু করে ফিগার, কোথাও কোন ফাঁক রাখলে চলবে না। নয়তো মুহূর্তে হতে হবে ট্রোলের শিকার।
 

Jayita Chandra | Published : Jun 22, 2021 3:05 AM IST / Updated: Jun 22 2021, 08:39 AM IST
19
বিটাউনে পা রেখে একশো বারের বেশি অন্তঃসত্ত্বা বিদ্যা, বডি শেমিং নিয়ে বিস্ফোরক বলিউড ডিভা

এই অভিজ্ঞতা বারে বারে বিদ্যা বালানের জীবনে উঁকি মেরেছে। যার মধ্যে অন্যতম বডি শেমিং।

29

বিদ্যা সর্বদা মনে করেন সুস্থ ফিগারটাই কাম্য, স্লিম হয়ে অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়া নয়।

39

তবে কোথাও গিয়ে সমাজ এই সহজ কথা মানতে নারাজ। তাদের ভাষায় সামান্য গতরের মেদ জমা মানে তা সমালোচনার বিষয়।
 

49

আর সেই তালিকাতে যে বিদ্যার নাম রয়েছে তা সকলেরই জানা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
 

59

বিষয়টা ঠিক কেমন, বিদ্যার বেলি ফ্যাট সবসময়ই পোশাকে পড়তো ধরা। সিনে দুনিয়ার ক্যামেরার পর্দায় তা হয়ে উঠত অন্তঃসত্ত্বা।

69

বিদ্যার কথায় পাশ থেকে ছবি নিলেই তার পেট বেশ খানিকটা বড় দেখাতো। আর অমনি খবর হয়ে যেত তিনি অন্তঃসত্ত্বা।

79

মজার ছলে জানিয়েছিলেন, গান্ধারীর 100 সন্তানের মা হয়েছিলেন। খবরের জেরে আমিতো তাকেও ছাপিয়ে গিয়েছি।

89

বডি শেমিং নিয়ে বারে বারে ট্রোল হলেও বিদ্যা বিন্দুমাত্র কর্ণপাত করেননি এই বিষয়ে। তার কথায় তিনি সুস্থ সেটুকুই যথেষ্ট।

99

তবে মেয়েদের জমার কারণে শরীরে থাকা নানা ভাজ যদি ট্রোলারদের কিছু অনুমান এ সহায়তা করে তবে তার জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos