অন্যান্য সিজনের মতন আবারও জমে উঠেছে কফি উইথ করণের নতুন সিজন, এই সিজনে অনেক নতুন সেলেব অতিথিদের দেখা গেছে যার মধ্যে অন্যতম ছিলেন বিজয় দেবেরাকোন্ডা।চতুর্থ এপিসোডে এসেছিলেন বিজয় ও অনন্যা।
25
প্রত্যেকবারের মতন এই সিজনেও জনপ্রিয় বোল্ড র্যাপিড ফায়ার রাউন্ড ছিল যেখানে বিজয়কে খুব বোল্ড কিছু প্রশ্ন করেন হোস্ট করণ, তার উত্তরে সোজা সাপ্টা জবাব দিয়েছেন অভিনেতা।
35
করণ বিজয়কে বলেন, দ্বিতীয় এপিসোড জাহ্নবী ও সারা বলেছেন তাঁদের এই মুহূর্তে ক্রাশ বিজয় দেবেরাকোন্ডা এবং সারা তাঁর সঙ্গে ডেট যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এ বিষয়ে বিজয়ের কি মত? তখন বিজয় উত্তর দেন 'সারা ও জাহ্নবী দুজনেই খুব মিষ্টি', দুজনের মধ্যে কে বেশি হট জিজ্ঞেস করেন করণ, বিজয় বলেন, 'দুজনেই খুব আকর্ষণীয়।'
45
বিজয়কে করণ জিজ্ঞেস করেন যে বিজয়ের মতে ইন্ডিয়ার মোস্ট লাভড ওমেন কে? বিজয় নির্দ্বিধায় উত্তর দেন, 'সামান্থা রুথ প্রভু', তাঁকে ডার্লিং বলে বর্ননা করেছেন বিজয়। অপর দিকে সারা ও জাহ্নবীকে তিনি, 'ফানি' ও 'উইটি' বলেছেন লাইগার অভিনেতা।
55
বিজয়কে করণ জিজ্ঞেস করেন যে বিজয়ের মতে ইন্ডিয়ার মোস্ট লাভড ওমেন কে? বিজয় নির্দ্বিধায় উত্তর দেন, 'সামান্থা রুথ প্রভু', তাঁকে ডার্লিং বলে বর্ননা করেছেন বিজয়। অপর দিকে সারা ও জাহ্নবীকে তিনি, 'ফানি' ও 'উইটি' বলেছেন লাইগার অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।