করণ বিজয়কে বলেন, দ্বিতীয় এপিসোড জাহ্নবী ও সারা বলেছেন তাঁদের এই মুহূর্তে ক্রাশ বিজয় দেবেরাকোন্ডা এবং সারা তাঁর সঙ্গে ডেট যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এ বিষয়ে বিজয়ের কি মত? তখন বিজয় উত্তর দেন 'সারা ও জাহ্নবী দুজনেই খুব মিষ্টি', দুজনের মধ্যে কে বেশি হট জিজ্ঞেস করেন করণ, বিজয় বলেন, 'দুজনেই খুব আকর্ষণীয়।'