'সামান্থাই সবচেয়ে কাঙ্খিত প্রেয়সী',বললেন বিজয় দেবেরাকোন্ডা

টলিউড রাউডি হিরো বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি জনপ্রিয় টক-শো কফি উইথ করণ সিজন ৭-এ এসেছিলেন। এই শোতে এসে তিনি কিছু দারুন ক্রেজি ক্রেজি কমেন্ট করেছেন, চলুন জেনে নি কি কি বলেছেন তিনি।

Abhinandita Deb | Published : Jul 29, 2022 2:15 PM
15
'সামান্থাই সবচেয়ে কাঙ্খিত প্রেয়সী',বললেন বিজয় দেবেরাকোন্ডা

অন্যান্য সিজনের মতন আবারও জমে উঠেছে কফি উইথ করণের নতুন সিজন, এই সিজনে অনেক নতুন সেলেব অতিথিদের দেখা গেছে যার মধ্যে অন্যতম ছিলেন বিজয় দেবেরাকোন্ডা।চতুর্থ এপিসোডে এসেছিলেন বিজয় ও অনন্যা। 

25

প্রত্যেকবারের মতন এই সিজনেও জনপ্রিয় বোল্ড র‍্যাপিড ফায়ার রাউন্ড ছিল যেখানে বিজয়কে খুব বোল্ড কিছু প্রশ্ন করেন হোস্ট করণ, তার উত্তরে সোজা সাপ্টা জবাব দিয়েছেন অভিনেতা।

35

করণ বিজয়কে বলেন, দ্বিতীয় এপিসোড জাহ্নবী ও সারা বলেছেন তাঁদের এই মুহূর্তে ক্রাশ বিজয় দেবেরাকোন্ডা এবং সারা তাঁর সঙ্গে ডেট যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এ বিষয়ে বিজয়ের কি মত? তখন বিজয় উত্তর দেন 'সারা ও জাহ্নবী দুজনেই খুব মিষ্টি', দুজনের মধ্যে কে বেশি হট জিজ্ঞেস করেন করণ, বিজয় বলেন, 'দুজনেই খুব আকর্ষণীয়।'
 

45

বিজয়কে করণ জিজ্ঞেস করেন যে বিজয়ের মতে ইন্ডিয়ার মোস্ট লাভড ওমেন কে? বিজয় নির্দ্বিধায় উত্তর দেন, 'সামান্থা রুথ প্রভু', তাঁকে ডার্লিং বলে বর্ননা করেছেন বিজয়। অপর দিকে সারা ও জাহ্নবীকে তিনি, 'ফানি' ও 'উইটি' বলেছেন লাইগার অভিনেতা।
 

55

বিজয়কে করণ জিজ্ঞেস করেন যে বিজয়ের মতে ইন্ডিয়ার মোস্ট লাভড ওমেন কে? বিজয় নির্দ্বিধায় উত্তর দেন, 'সামান্থা রুথ প্রভু', তাঁকে ডার্লিং বলে বর্ননা করেছেন বিজয়। অপর দিকে সারা ও জাহ্নবীকে তিনি, 'ফানি' ও 'উইটি' বলেছেন লাইগার অভিনেতা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos