ছোট্ট দুটো পা, বিরুষ্কার সন্তানের প্রথম ছবি ভাইরাল, এক মস্ত ভুল ভাঙাতে মুখ খুললেন বিরাটের দাদা

সোমবারই পরিবারে এসেছেন নতুন সদস্য, বিরুষ্কার ঘরে এলো লক্ষ্মী। মুহূীর্তে খবর হয়েছিল ভাইরাল। মিলেছিল ছোট্ট পায়ের দুটি ছবিও। কিন্তু তা নিয়ে ভ্রান্ত ধারনা ছড়িয়ে পড়ার আগেই আবার মুখ খুললেন বিরাটের দাদা। 

Jayita Chandra | Published : Jan 13, 2021 10:00 AM
19
ছোট্ট দুটো পা, বিরুষ্কার সন্তানের প্রথম ছবি ভাইরাল, এক মস্ত ভুল ভাঙাতে মুখ খুললেন বিরাটের দাদা

সদ্য পৃথিবীর মুখ দেখেছে বিরুষ্কার সন্তান। তারই মাঝে একাধিক ছবিতে, সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়ে উঠেছে এই ছোট্ট শিশু। 

29

সোমবার দুপুরেই মেলে সুসংবাদ। খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এক বার্তাও দেন বিরাট। এই সময়টা যাতে তাঁদের একাই ছেড়ে দেওয়া হয়। 

39

কেবল সোশ্যাল মিডিয়ার জন্যই যে পথ বন্ধ তা নয়, বন্ধ করেছেন হসপিটালের দরজাও। রেখেছেন কড়া নজর। 

49

টাইট সিকিউরিটি। কোনও ফুল বা শুভেচ্ছাবার্তা নয়। কেউ দেখতে যেতে পারবেন না বিরুষ্কার সন্তানকে। 

59

তাহলে সদ্য জাতের কি একটা ছবিও মিলবে না। এমনই সময় খানিক স্বস্তি দিয়েছলেন বিরাটের দাদা বিকাশ। 

69

তিনি সোশ্যাল  মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় ছোট্ট দুটি পা। সকলেই মনে করেন তা বিরুষ্কার সন্তানের। 

79

খানিকের মধ্যেই সেই ছবি হয়ে ওঠে ভাইরাল। ভুল ভাঙিয়ে আবারও সোশ্যাল মিডিয়ার দারস্থ হন বিকাশ। 

89

তিনি লেখেন, এটা  বিরুষ্কার সন্তানের প্রথম ছবি নয়। ছবিটি অনলাইন নেওয়া। যাঁরা মনে করছেন এটা বিরুষ্কার সন্তানের জন্য তাঁদের ধারনাই ভাঙলেন বিকাশ

99

এই খবর সামনে আসারা পরই বেজায় মন খারাপ ভক্তদের। একটা মাত্র ছবি, তাও কি না ফেক।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos