যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি। প্রায়শই সোশ্যাশ মিডিয়ায় একে অপরের ছবিতে আদরে ভরিয়ে দেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্জন নদীর ধারে অনুষ্কার প্রতি ভালবাসা জাহির করেছেন বিরাট কোহলি (Virat Kohli), কিন্তু স্বামীর ভালবাসা পাল্টা অভিযোগ তুললেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।