'ভামিকা'
সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা। সময় যত এগোচ্ছে ততই যেন সদ্যোজাতর ছবি দেখার কৌতুহল বাড়ছিল দর্শকদের মধ্যে। জন্মের ঠিক ২১ দিন পর একরত্তি সামনে আনলেন পাওয়ার কাপল বিরুষ্কা। মুখ না দেখালেও নাম জানিয়েছেন তারকা দম্পত্তি। অনেক ভাবনাচিন্তা করে বাবা-মায়ের সঙ্গে নাম মিলিয়ে কন্যাসন্তানের নাম রেখেছেন বিরুষ্কা। বিরুষ্কার মেয়ের নাম রেখেছেন ভামিকা। যার প্রথম আদ্যাক্ষরটি বিরাটের ভি এবং শেষের দুটি অক্ষর অনুষ্কার থেকে সংগৃহীত। হিন্দু ধর্ম মতে, ভামিকা নামের অর্থ হল দুর্গা। অর্থাৎ মা দেবী দুর্গার নামেই মেয়ের নাম রেখেছেন ভামিরা। নামটি ভীষণই অপরিচিত। এবং তাইতো নিজের মেয়ের জন্য বেছে নিয়েছেন এই তারকা দম্পত্তি।