গায়িকা জানান, জর তাঁর ভক্তদের বিষয়টি ভালো লেগেছে, তিনি বলেন,'আমি প্রত্যেকের প্রশংসা করি যারা এই বিষয়ে গুরুত্ব সহকারে নিযুক্ত ছিলেন। 'ইউটিউবে আমার দেখা সেরা কাজ এটি। সবাইকে হ্যাটস অফ', একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন। আরেকজন অনুরাগী মন্তব্য করেছেন, 'অঙ্কু, আমাদের বড় ভাই। আপনারা সবাই সত্যিই আকর্ষণীয়। এই গানটি শুনে আমরা অনেক ভালোবাসা দিই। ভাইকে অনেক ভালোবাসা।'