ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি রণবীর-দীপিকা, দেখা মাত্রই কী প্রতিক্রিয়া আলিয়ার
রণবীর সিং ও দীপিকা পাডুকোন, একে অন্যের প্রতি ঠিক কতটা আকর্ষিত তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁদের লাভ লাইফ থেকে শুরু করে বিয়ে, রিল লাইফের প্রতিটা ফ্রেমই জানান দেয়, তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত।