আদেও কি বিয়ের পিঁড়িতে বসবেন সলমন খান, কী বলছে জ্যোতিষশাস্ত্র, ভাইজানের ভাগ্য গণনা

বলিউডের সবথেকে হ্যান্ডসম ব্যাচেলার যদি কেউ থেকে থাকেন, তবে তিনি হলেন সলমন খান। তাঁর প্রতিটি ভক্তের মন জুড়েই একটাই প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান, কী বলছে জ্যোতিষশাস্ত্র এবার দেখে নেওয়া যাক। 

Jayita Chandra | Published : Feb 23, 2021 5:05 PM
19
আদেও কি বিয়ের পিঁড়িতে বসবেন সলমন খান, কী বলছে জ্যোতিষশাস্ত্র, ভাইজানের ভাগ্য গণনা

ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পরই সলমনের হাত থেকে যেন একপ্রকার মুছে যায় বিবাহ রেখা। 

29

কবে বিয়ে করবেন এই সুপারস্টার, তা নিয়ে একাধিক প্রশ্ন ভক্তদের মনে থাকলেও তা নিয়ে এখনও কোনও সঠিক উত্তর মেলেনি।

39

তবে কি আর বিয়ের পিঁড়িতে বসবেন না সলমন খান। তিনি যাই বলুক না কেন, কি বলছে তাঁর ভাগ্যরেখা!

49

সলমন খানের প্রথম জীবনে বিবাহ নিয়ে যে কোনও যোগই ছিল না তা এতদিনে সকলের কাছেই স্পষ্ট। তবে ভবিষ্যতে কি বিয়ে করতে পারেন ভাইজান। 

59

সলমন খানের কুষ্টির প্রথম, ষষ্ঠ ও দশম ঘরেই মূল জটিলতা। আর যার জেরেই বিয়ে নিয়ে এত সমস্যা সৃষ্টি হচ্ছে। 

69

তবে ভাগ্য বদল হতেই পারে সলমন খানের। ২০২১ সালে মঙ্গল স্থান বদল ঘটবে, যার প্রভাবে কেটে যেতে পারে এই সঙ্কট। 

79

তাই সলমন খানের যে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেলায় বেলায় হলেও, বিয়ের ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে এখনও ভাইজানের। 

89


৫৫ বছরেই ভাগ্যের শিঁকে ছিঁড়তে পারে সলমন খানের। সেই কারণেই এখনই মন ভাঙার কোনও প্রয়োজন নেই ভক্তদের। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos