সুশান্তের মৃত্যু তদন্তে এবার যোগ হতে পারে ৩০২ ধারা, খুনের সম্ভাবনা, কী রয়েছে এই ৩০২ ধারায়

Published : Oct 02, 2020, 01:35 PM IST

সুশান্ত সিং রাজপুতের তদন্তের কেসে এবার সিবিআই যুক্ত করতে চলেছেন ধারা ৩০২। কী ররয়েছে এই ধারায়। খুন নিয়ে কীভাবে ধোঁয়াশা ক্রমেই বেড়ে চলেছে। আত্মহত্যার প্রসঙ্গ এড়িয়ে এবার খুনেই ঝুঁকছে সিবিআই...

PREV
18
সুশান্তের মৃত্যু তদন্তে এবার যোগ হতে পারে ৩০২ ধারা, খুনের সম্ভাবনা, কী রয়েছে এই ৩০২ ধারায়


ভিসেরা রিপোর্ট সামনে আসার পরই নয়া তথ্য সামনে এল। সম্প্রতি সিবিআইকে ভিসেরা রিপোর্ট তৈরি করে দিয়েছে এইমস। 

28

তা দেখা মাত্রই সিবিআই সুশান্তের মৃত্যু কেসে যুক্ত করতে চলেছেন ৩০২ ধারা। অর্থাৎ খুন করা হয়েছে সুশান্তকে, এমনই সম্ভাবনার কথা উল্লেখ করেছে সিবিআই। 

38

ভিসেরা রিপোর্ট তৈরি করতে গিয়ে এইমসের নজরে আসে সুশান্তের গলার দাগ। যা দেখা মাত্রই তাঁদের ধারনা হয় তা খুনের কারণের হতে পারে। 

48

পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই সুশান্তের মৃত্যুর সময়ের। ফলে তাঁরা অনুমান করছেন যে এই রিপোর্ট বিকৃত করা হয়েছে। 

58

এমনই একাধিক তথ্য তুলে ধরেছে এইমস, যার জেরে খুনের প্রসঙ্গ উঠছে, এবং সিবিআই সেই ধারাই এবার যুক্ত করতে চলেছেন কেসে। 

68

কী রয়েছে এই ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায়। খুনের তদন্তে এই ধারা লাঘু করা হয়। 

78

এই ধারায় বলা রয়েছে, খুনের সঙ্গে যুক্ত আসামীর মৃত্যুদণ্ড, বা যাবরজীবন কারাদণ্ড হয়, পাশাপাশি মোটা অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হয়। 

88

এবার সেই তদন্তে যুক্ত হতে চলেছে এই ধারা। সুশান্তের দিদির পোস্ট প্রকাশ্যে আসার পরই ভাইরাল তা দুনিয়ায়। 

click me!

Recommended Stories