পার্ফেক্ট ফ্রেমের ফোকাসে বক্ষ বিভাজিকা, ভাইরাল মাল্লার হটনেসে বাজিমাত, তবে কীসের এত ভয়

মালাইকা আরোরা, ফ্যাশান ওয়ার্ল্ড হোক বা বিটাউনের সিলভার স্ক্রিন, তাঁর উপস্থিতিতেই উষ্ণতা ঝড়ে পড়ে মক্ত মহলে। ৪৫ পার করেও কীভাবে নিজেকে ধরে রাখতে হয়, তা প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন এই তারকা। কিন্তু কোথাও গিয়ে যেন ডিপ্রেশনের দিন আজও ভুলতে পারেননি মালাইকা। 

Jayita Chandra | Published : Aug 24, 2021 3:12 AM IST
19
পার্ফেক্ট ফ্রেমের ফোকাসে বক্ষ বিভাজিকা, ভাইরাল মাল্লার হটনেসে বাজিমাত, তবে কীসের এত ভয়

মালাইকা আরোরা মানে পর্দায় এক উষ্ণ আবেদন। যার হটনেসে ঘাম ছুটে যায় ভক্তদের। সেই সেলেবের জীবন লুকিয়ে নানা অজানা কাহিনি।

29

চল ছাইয়া ছাইয়া গানের তালে কিং খানের সঙ্গে নেচে বলিউডের নজর কেড়েছিলেন এই হট স্টার। সেই নাচ ছিল মালাইকার পরিচিতি।

39

এক সাক্ষাৎকারে মালাইকার জানান, তার অভিনয় ও বলিউডের টিকে থাকার পেছনে মূল মেরুদন্ড হয়েছিল তার ডান্স ফর্ম।

49

রীতিমতো গর্ববোধ করতেন মালাইকা তার এই গুণ নিয়ে। কিন্তু একদিন ভেঙে যায় স্বপ্ন। হঠাৎই ফ্লোরে পড়ে যান মালাইকা।

59

পায় পেয়েছিলেন গুরুতর চোট। এরপরে সফরটা কিভাবে কাটবে ভেবে পাচ্ছিলেন না তিনি। তখনই নিয়েছিলেন জীবনের নয়া মোড়।

69

সেভাবে প্রফেশনালি নাচ আর তিনি করবেন না। বরং রাতারাতি শরীরচর্চায় নজর দেন তিনি। ‌ সেই থেকে শুরু। এরপর মালাইকা নিজেকে আমুল বদলে ফেলেছিলেন। 

79

বর্তমানে মালাইকা ফিটনেস ফান্ডার গুরু বলে চলে। যার পথ চলাতে প্রতিপদে নয়া মোড় ধরা দেয় ফটো ফ্রেমে।  হট লুকে ভাইরাল হতে মালাইকা এক কথায় সিদ্ধ হস্ত। তাঁর শরীরী ভাঁজে ঘুম ওড়ে ভক্তদের। 

89

ফিটনেস থেকে শুরু করে হট ফিগার, বোল্ড নেসে কি করে ঝড় তুলতে হয় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই পলকে ধরা পড়ে।

99

তবে আজ ফিকে হয়ে যায়নি সেই স্বপ্ন ভাঙার ভয়াবহ দিন। ক্যারিয়ার গ্রাফ নিয়ে কথা বলতে গেলেই মালাইকার মুখে উঠে আসে এই ডিপ্রেশন পর্ব।

Share this Photo Gallery
click me!

Latest Videos