শাহরুখ খান বলে কথা, তার জীবনের খুঁটিনাটি ছড়িয়ে থাকা নানা গল্প জানতে ভক্তদের সর্বদা মুকিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল, শাহরুখ খানের জীবনে থাকা নানা গোপন রহস্য। অভিনেতার পছন্দ অপছন্দের তালিকা, এমন কি ভয়ও।
পর্দার আড়ালে লাইফস্টাইল থেকে শুরু করে অভিনেতার পছন্দ-অপছন্দ এবং জীবনের অধ্যায় নানা স্ট্রাগলের কথা জানতে চায় সকলে।
210
শাহরুখ খান নিজেই একবার জানিয়েছিলেন তিনি অবসাদে ভোগেন। কোনদিন হয়ত তা স্টারডাম হারিয়ে যাবে।
310
এক সাক্ষাৎকারে অনুষ্কার সামনে এই নিয়ে কথা বলেন মন খুলে। প্রশ্ন করা হয় কোন ভয় শাহরুখকে তাড়িয়ে নিয়ে বেড়ায়।
410
অনুষ্কা উত্তর দিয়েছিলেন তার স্টার হয়ে থাকার ভয়, দর্শকরা যেন তাকে ভুলে না যায়।
510
এতেই আপত্তি জানান কিং খান, নিজেকে অতীতের কথা উড়িয়ে দিয়ে তিনি জানান এমনটা তার কোনো দিনই মনে হয়নি।
610
বরং কি নিয়ে আজ ভয় ভুক্তভোগী! হাত খুলে যে পোজে রোমান্টিক হয়ে থাকেন শাহরুখ, ভয়ে তার সেখানেই।
710
হাত খুলতেই নাকি ভয় পান শাহরুখ খান তার মনে হয় নিচ থেকে কেউ তার দুটো হাত কেটে দেবে।
810
শাহরুখের এই ভয়ের কথা তিনি নিজেই অনুষ্কার সামনে জানান। প্রথমটাই কেউ বিশ্বাস না করায় তিনি বলেন এর জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল।
910
এমনকি ট্রেলার যখন মাপ নিতে আসে তখনও হাত খুলে দাঁড়াতে তার ভয় করে তাঁর।
1010
এই কথা শোনার পর সবাই চুপ। অবাক হয়ে বলে বসেন অনুষ্কা আপনার মনোবিদ দেখানো উচিত। শাহরুখ খান জানান তিনি দেখিয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।