এ কি কাণ্ড, নিজের কোন ভয়ানক খামতির কথা করিনার সামনে ফাঁস করলেন জাহ্নবী

Published : Mar 23, 2021, 11:42 AM IST

শ্রীদেবী কন্যা বলে কথা, বলিউডে ডেবিউ করার পর থেকেই জাহ্নবীর ওপর নজর সকলেরই। দিনে দিনে নিজেকে বলিউডের যোগ্য করে তুলতে মরিয়া এই অভিনেত্রীর প্লাস পয়েন্ট একাধিক, তবে খামতি রয়েছে কোথা! 

PREV
18
এ কি কাণ্ড, নিজের কোন ভয়ানক খামতির কথা করিনার সামনে ফাঁস করলেন জাহ্নবী

জাহ্নবী কাপুর মানেই এখন বলিউডে হট ডিভা। কেরিয়ারের পঞ্চম ছবি করার মুখে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করছেন শ্রী কন্যা।  

28

নাচ থেকে শুরু করে তাঁর অভিনয় গুণ, সবই যেন এক কথায় পার্ফেক্ট। 

38

সাদামাটা লুক ঝেড়ে ফেলে সম্প্রতি ভাইরাল হল জাহ্নবীর হটলুকের স্টানিং ফিগার। 

48

তবে সব দিক থেকেই কি পার্ফেক্ট শ্রী কন্যা! না, কিছু না কিছু খামতি তো থেকেই যায়। তাঁরও রয়েছে। 

58

যা ধরে ফেললেন করিনা কাপুর। প্রকাশ্যে প্রশ্ন করে বসলেন বেবো, জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ। 

68

উত্তর মাথা নিচু করে জাহ্নবী জানিয়ে দিলেন তিনি মোটেও নন। যে টুকু না করলেই নয় শুধু সেই টুকু। 

78

 

পাশাপাশি তিনি আরো জানান, তিনি ততটাই খারাপ হচ্ছেন মেসেজ করার ক্ষেত্রে। অনেক সময় লিখে পাঠাতেই ভুলে যান।

 

88

কেউ কেউ মেসেজ করলে তিনি দেখেনই না। পড়েনই না। তাই নিজেই বলেন সকলকে যেন তাঁকে ফোন করে নেওয়া হয়। 

click me!

Recommended Stories