'শরীরচর্চা ও সেক্স' ছাড়া বাঁচা অসম্ভব, বিয়ে না করেও কীভাবে চাহিদা মেটান সলমন, শুনে হতবাক করণ

Published : Apr 23, 2021, 12:34 PM ISTUpdated : Apr 23, 2021, 12:41 PM IST

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। বি-টাউনের তাবড় তাবড় অভিনেত্রীরা তার প্রেমে হাবুডুবু খেয়েছেন। লাভ লাইভ , লিভ-ইন নিয়ে চর্চা হলেও সলমনের গোপন রহস্য অনেকেরই অজানা। জানেন কি, 'সেক্স ও ওয়ার্কআউট' এই দুটো সলমনের চাই-ই চাই। কফি উইথ করণ-এ ফাঁস হল সলমনের গোপন সিক্রেট।

PREV
18
'শরীরচর্চা ও সেক্স' ছাড়া বাঁচা অসম্ভব, বিয়ে না করেও কীভাবে চাহিদা মেটান সলমন, শুনে হতবাক করণ

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে।সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সলমনের। যেখানে তার গোপন তথ্য উঠে এসেছে।

28


বরাবরই খবরের শিরোনামে থাকেন ভাইজান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়ে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে সলমন।

38


তবে প্রেম ছাড়াও তার সুঠাম চেহারার জন্য সবসময়েই চর্চায় থাকেন সলমন। ফিটনেসপ্রেমী ভাইজানের এই চেহারার জন্য কম পরিশ্রমও করতে হয় না অভিনেতাকে।
 

48

কিন্তু এই চেহারা ও প্রেমই যে তাকে সকলের সামনে অস্বস্তিতে ফেলতে পারে তা কোনওদিনই টের পাইনি সলমন।

58

কিন্তু এই চেহারা ও প্রেমই যে তাকে সকলের সামনে অস্বস্তিতে ফেলতে পারে তা কোনওদিনই টের পাইনি সলমন।

68


রিয়্যালিটি শো চলাকালীন একটি ব়্যাপিড ফায়ার চলে। সেখানে আরবাজকে করণ জিজ্ঞাসা করে একমাস সেক্স ও ওয়ার্কআউট না করার চ্যালেঞ্জ কে নিতে পারবেন না।

78

করণের প্রশ্ন শোনা মাত্রই আরবাজ সঙ্গে সঙ্গেই সলমনের নাম নিয়েছিলেন। ভাইয়ের কথা শুনে হতবাক হয়ে হেসে ফেলেছিলেন সলমন।

88

তারপরেই উঠে আসে সলমনের বিয়ের প্রসঙ্গ। করণ প্রশ্ন করে সলমনের কি এবার বিয়ে করা উচিত। প্রশ্ন শুনেই দুই ভাই জানান না। যা শুনে অবাক হয়ে যায় করণ।ণ।

click me!

Recommended Stories