সর্বনাশ, হাত তুলতেই বেরিয়ে এল ঘন কালো লোম, বিতর্কিত সাহসী ফোটোশুটে 'ছাইয়া ছাইয়া গার্ল'

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। তারকাদের পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা। সম্প্রতি মালাইকা আরোরারও একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে ফ্যাশন স্টেটমেন্টে আইকনের বদলে ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। যদিও মাঝেমধ্যেই  নিজের ফ্যাশন নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চোখ কপালে নেটিজেনদের। 

Riya Das | Published : Nov 12, 2020 4:21 AM IST / Updated: Nov 12 2020, 09:58 AM IST
19
সর্বনাশ, হাত তুলতেই বেরিয়ে এল ঘন কালো লোম, বিতর্কিত সাহসী ফোটোশুটে 'ছাইয়া ছাইয়া গার্ল'

সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। 

29

সম্প্রতি একটি পুরোনো ছবি প্রকাশ্যে এসেছে মালাইকার। নিজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

39


সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।

49

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা।

59

বেশ কয়েকমাস আগেই হট পোজে টোনড ফিগারের ছবি পোস্ট করেছিলেন মালাইকা। আর ছবি পোস্ট করা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছিলেন অভিনেত্রী।
 

69

মেক আপ থেকে পোশাক, বিবাহ বিচ্ছেদ থেকে প্রেম, জিম থেকে যোগা, সবেতেই লাইমলাইটে থাকেন মালাইকা আরোরা।

79

উন্মুক্ত ক্লিভেজে দৃষ্টি আকর্ষণ করলেও অপরিস্কার আন্ডারআর্মসের কারণেই তিনি নজরে এসেছিলেন ভক্তদের। একাধিক কমেন্টেও ভরে গিয়েছিল তার সোশ্যাল মিডিয়ার পাতা।

89

নেটিজেনরা কমেন্টে জানিয়েছিলেন, আন্ডারআর্মস দেখো ম্যাডাম জি। আবার কেউ কমেন্টে জানিয়েছেন, আন্ডারআর্মস তো ওয়াক্স কর লেতি- এই ধরনের কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছিল তার সোশ্যাল মিডিয়ার পাতা।

99


পপ তারকা রিহানাও আন্ডারআর্মসের ঘন লোমের জন্য লাইমলাইটে এসেছিলেন। তবে অনেকেই মালাইকার সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছিলেন এবং বলেছিলেন এমন ছবি পোস্ট করার মতো সাহসই বা কজনের থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos