দীপিকা পাডুকোনের আরকে ট্যাটু। বিতর্ক, খবর, গসিপ সবকিছুর মধ্যেই এই বিষয়টি বারে বারে উঠে আসে। 'বচনা অ্যয় হাসিনো' ছবির পর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে রণবীর কাপুর এবং দীপিকার। জোরদার প্রেমালাপ শুরু হতেই বলিউডের হটশট জুটিদের মাধ্যে নাম উঠে আসে তাঁদের। রণবীরের প্রেমে দীপিকা তখন এমন মাতোয়ারা হলেন যে নিজেরক ঘাড়ে আরকে ট্যাটুও করিয়ে নেন। রণবীরের নামের প্রথম অক্ষরগুলি দিয়ে ট্যাটু বানিয়েছিলেন। সেই ট্যাটুই ছিল টক অফ দ্য টাউন। বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। জুটির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যায়, দীপিকাকে একেবারেই সময় দিচ্ছেন না রণবীর।