বিয়ের পরও এই অভিনেত্রীর সঙ্গে প্রেমে মজেছিলেন ধর্মেন্দ্র, জানতে পেরে ভেঙে পড়েছিলেন হেমা

Published : Sep 22, 2020, 08:45 AM IST

বলিউডে একের পর এক ছবি করে প্রথম থেকেই ভক্তদের নজরে ঝড় তুলেছিলেন ধর্মেন্দ্র। রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন, পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল এক ভিন্ন আবেদন। তবে ধর্মেন্দ্রর সেই চার্মই এক সময় চিন্তায় ফেলেছিল অভিনেত্রী হেমা মালিনীকে। 

PREV
18
বিয়ের পরও এই অভিনেত্রীর সঙ্গে প্রেমে মজেছিলেন ধর্মেন্দ্র, জানতে পেরে ভেঙে পড়েছিলেন হেমা

সিনে দুনিয়াতে পা রাখার আগে থেকেই ধর্মেন্দ্র বিবাহিত। কিন্তু তার সত্ত্বেও অভিনেতার চার্মই ছিল আলাদা। 

 

28

যদিও পর্দায় তাঁর সঙ্গে হেমা মালিনীর সম্পর্কের সমীকরণ সকলেরই নজরে পড়ে। একে অন্যকে চোখে হারাতেন এই দুই তারকা। 

38

এরপরই প্রথম বিয়ের বসম্পর্ক ভেঙেছিলেন ধর্মেন্দ্র। হেমাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু থেকে থাকেনি তাঁর লাভ লাইফ। 

48

কিছু দিনের মধ্যেই তাঁর জীবনে আসে অনিতা রাজ বলে এক নতুন অভিনেত্রী। প্রথমে তাঁর দাপট ততটা মালুম না পেলেও পরবর্তীতে তিনি জাঁকিয়ে বসেন বিটাউনে। 

58

একের পর এক ছবি তাঁর ধর্মেন্দ্র সঙ্গে হিট হতে থাকে। সেই অভিনেত্রীর সঙ্গেই ঘনিষ্ট হয়ে পড়েন ধর্মেন্দ্র। 

68

বিষয়টা নজর এড়ায় না কারুরই। জানতে পারেন হেমা মালিনীও। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে যেতে থাকে। 

78

এমনই সময় মাঠে নামে ধর্মেন্দ্রর পরিবার। সকলেই একযোগে ধর্মেন্দ্রকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে আসেন। 

88

তাঁরা একই সঙ্গে একাধিক ছবি করেছিলেন, যার মধ্যে অন্যতম হত- করিশ্মা কুদরাতকা, ইনসানিয়ত প্রভৃতি। 

click me!

Recommended Stories