শাহরুখ খান ও গৌরী খানের লাভ লাইফ জুড়ে একাধিক গল্প রয়েছে, যা কম বেশি সকলেরই নজর কাড়ে। কখনও এই জুটির পাওয়ার কপিল হয়ে ওঠার গল্প, কখনও আবার জায়গা করে নেয়,. তাঁদের কঠোর পরিস্থিতির মুহূর্তগুলোও।
শাহরুখ খান ও গৌরী খানের প্রেম কাহিনি এক কথায় সকলেরই কম বেশি জানা। এই দুই স্টার, একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বহুবছর আগেই।
211
বলিউডে পা রেখে গৌরীকে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি শাহরুখ খান।
311
কিছুদিনের মধ্যেই শাহরুখ খান সঙ্গে গৌরী খানের বিয়ে হয়ে যায় স্থির। তখন শাহরুখ খানের হাতে বেশ কিছু ছবির কাজ।
411
বিয়ে হলেও, তাঁদের ফুলশয্যা হয়নি, তা হয়তো অনেকেরই জানা নেই। কিন্তু কেন ঘটে এমন বিপত্তি!
511
এই ঘটনার পেছনে রয়েছে একটাই নাম। তা হল হেমা মালিনী। তাঁর জন্যই শাহরুখ খানের জীবনে এই আক্ষেপ থেকেই গেছে।
611
বিয়ের সময় শাহরুখ খান একটি ছবির কাজ করছিলেন, যেখানে হেমা মালিনীও ছিলেন। বিয়ের রাতেই শাহরুখকে ফোন করেন হেমা।
711
তিনি জানান, রাতেই হবে শ্যুট, তিনি যেন উপস্থিত হয়ে যান সেটে। শাহরুখ কথা রাখতে রাতেই হাজির সেটে।
811
সঙ্গে উপস্থিত হয়েছিলেন গৌরীও, তিনি বায়না ধরে বসেন হেমা মালিনীকে দেখবেন।
911
রাত তখন ১১টা। হেমা মালিনী আসেননি। কিন্তু অপেক্ষায় তখনও বসে শাহরুখ। কিছুক্ষণ পর, নিজের দৃশ্য শ্যুট করতে শুরু করে দেন তিনি।
1011
সেদিন সারা রাতেও আসেননি হেমা মালিনী। রাত দুটোয় কাজ শেষ করে মেকআপ রূমে হাজির হন শাহরুখ খান।
1111
সেখানেই তিনি দেখেন, গৌরী বেনারসী পরে সেজে চেয়ারে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। মশার কামরে ফুলশয্যার রাত কাটে গৌরীর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।