প্রতিবন্ধী থেকে নার্সের তকমা ঐশ্বর্যকে, পুত্রবধূকে কেন এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া

Published : Apr 10, 2021, 10:17 AM IST

বলি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যর সম্পর্ক যে গদগদ তা আর বলার অপেক্ষা রাখে না। বউমা ঐশ্বর্য যেন বচ্চন পরিবারের চোখের মণি। ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল  তা সকলেই জানেন। যেমন পুত্রবধু হিসেবে  তেমনি মা হিসেবেও ভাল ঐশ্বর্য । শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়া নিজের মেয়ের মতোনই ভালবাসেন ঐশ্বর্যকে। তবে জানেন কি, বৌমা  ঐশ্বর্যকে নার্সের তকমা দিয়েছিলেন জয়া বচ্চন, যা নিয়ে আজও চর্চা টিনসেন টাউনে। সাক্ষাৎকারে কেন এমনটা বলেছিলেন জয়া, কারণ জানলে অবাক হবেন।

PREV
19
প্রতিবন্ধী থেকে নার্সের তকমা ঐশ্বর্যকে, পুত্রবধূকে কেন এমন মন্তব্য করেছিলেন শাশুড়ি জয়া

ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল  তা সকলেই জানেন । ঐশ্বর্য যেমন পুত্রবধু হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। 
 

29

শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য। শাশুড়ি জয়া ঐশ্বর্যকে নিয়ে সর্বদাই প্রশংসাই করেন।

39


বলি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যর সম্পর্ক যে গদগদ তা আর বলার অপেক্ষা রাখে না। বউমা ঐশ্বর্য যেন বচ্চন পরিবারের চোখের মণি।

49


বলি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যর সম্পর্ক যে গদগদ তা আর বলার অপেক্ষা রাখে না। বউমা ঐশ্বর্য যেন বচ্চন পরিবারের চোখের মণি।

59

সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয়, বৌমা হিসেবে কেমন ঐশ্বর্য। সেখানেও পুত্রবধূর প্রশংসা করে জয়া বলেন , ঐশ্বর্য খুবই শান্ত, বুদ্ধিমতী, নিজের সংসার-সন্তান- কাজ সামলানোর ক্ষমতাও রয়েছে ওর।

69

তিনি আরও বলেন আরাধ্যার জন্য কোনও চিন্তাই নেই। কারণ মা হিসেবে ঐশ্বর্য ভীষণই ভাল। সবসময়েই আগলে রাখেন আরাধ্যাকে। 

79

তবে এটা ভেবে আরও মজা লাগে যে আরাধ্যা খুবই ভাগ্যবান যে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যকে সারক্ষণের জন্য পেয়েছে নার্স হিসেবে। প্রকাশ্যেই বৌমাকে নার্সের তকমা দিয়েছিলেন জয়া। 
 

89

জয়া আরও জানিয়েছিলেন, কীভাবে তাদের মেয়ে শ্বেতার জায়গা অল্প কয়েকদিনের মধ্যেই পূরণ করেছিল ঐশ্বর্য। ওকে পেয়ে অমিতাভও খুব খুশি।

99


অমিতাভ বচ্চন ঐশ্বর্যকে দেখে অনুভব করেছিলেন যে তাদের মেয়ে শ্বেতা আবার ঘরে ফিরে আসছে। শ্বেতার যা ফাঁকা রেখে গেছে তা আবারও পূরণ করেছিল রাই সুন্দরী।
 

click me!

Recommended Stories