বলিউডের অন্যতম পাওয়ার কাপল অজয় দেবগণ এবং কাজল। দীর্ঘ ২২ বছরের ধরে চুটিয়ে সংসার করছেন। প্রথম দেখা থেকে একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময়, এই কাহিনি সকলেরই জানা। রুপোলি পর্দার রূপকথার মতোই তাদের প্রেমের গল্প। কিন্তু জানেন কি, কাজলের প্রথম প্রেম ছিলেন না অজয় দেবগণ । বরং বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের জন্য একসময় পাগল ছিলেন কাজল, কে সেই অভিনেতা, চিনে নিন কাজলের ক্রাশ-কে।