অজয়ের প্রেমে নয়, ঠোঁটঠাঁসা গাঢ় চুম্বনেই কি এই অভিনেতার জন্য পাগল ছিলেন কাজল, জানুন কে

বলিউডের অন্যতম পাওয়ার কাপল অজয় দেবগণ এবং কাজল। দীর্ঘ ২২ বছরের ধরে চুটিয়ে সংসার করছেন।  প্রথম দেখা থেকে একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময়, এই কাহিনি সকলেরই জানা। রুপোলি পর্দার রূপকথার মতোই তাদের প্রেমের গল্প। কিন্তু জানেন কি, কাজলের প্রথম প্রেম ছিলেন না অজয় দেবগণ । বরং বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের জন্য একসময় পাগল ছিলেন কাজল, কে  সেই অভিনেতা, চিনে নিন কাজলের ক্রাশ-কে।
 

Riya Das | Published : Apr 21, 2021 11:14 AM
18
অজয়ের প্রেমে নয়, ঠোঁটঠাঁসা গাঢ় চুম্বনেই কি এই অভিনেতার জন্য পাগল ছিলেন কাজল, জানুন কে

জনসাধারণের সামনে নিজেদের ভালবাসা না দেখালেও বলিউডের কাজল এবং অজয় জুটি আজও জনপ্রিয় জুটির শীর্ষে।
 

28

এখনও পর্যন্ত বি-টাউনে তাদের জনপ্রিয়তা একই রয়েছে। এমনকী ১৯ বছর পেরিয়ে গেলেও কাজলের সঙ্গে তার ভালবাসাতেও একটুও ভাটা পড়েনি।

38

তবে অজয় নন, বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতার উপরই ক্রাশ ছিল  কাজলের। করণ জোহরই তা প্রকাশ্যে এনেছিলেন।

48


কপিল শর্মার শো-তে কাজলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন করণ। করণ জানিয়েছিলেন একটি সিনেমার প্রিমিয়ারে কাজলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। এবং সেখানেই বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে দেখে ক্রাশ খেয়েছিলেন কাজল।
 

58

কাজল নিজেও জানিয়েছিলেন, আমরা দুজনেই দক্ষিণ মুম্বইতে ছিলাম, সেখান থেকেই বন্ধুত্ব আরও বেড়েছিল।

68

করণ আরও জানিয়েছেন,  গোটা পার্টিতে অন্য কোনও দিকে নজর ছিল না কাজলের। সারাক্ষণ নাকি তিনি অক্ষয় কুমারের পিছনে ঘুরছিলেন। সেই থেকেই নাকি করণ ও কাজলের বন্ধুত্ব হয়, যা এখনও অটুট।

78

অজয় তার দুর্দান্ত অভিনয় ক্ষমতা এবং পারফেকশনের জন্যই বলিউডে পরিচিত। অভিনেতার পাশাপাশি তিনি ভাল প্রযোজকও বটে।
 

88

যদিও ও এসব এখন অতীত। বর্তমানে  কাজল তার পরিবার ও ছেলে মেয়ে নিয়ে ভীষণ হ্যাপি রয়েছে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos