একদিন সুশান্তের সঙ্গে ছবি ফিরিয়েছিলেন কঙ্গনা, আজ তিনিই কি না লড়াইয়ের মুখ

Published : Sep 08, 2020, 02:08 PM IST

সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও খবরই খুব একটা চাপা পড়ে থাকে না। একের পর এক ভাইরাল হওয়া তথ্য মুহূর্তে ধরা পড়ে নেট দুনিয়ায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও এমনই বেশ কিছু তথ্য উঠে আসে নেটপাড়ায়। সেই সূত্র ধরেই মুখ খুলেছিলেন বলিউড কুইন। সুশান্তের মৃত্যুর তদন্তের ভার এক প্রকার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি, অথচ অতীতে তিনিই ফিরিয়েছিলেন সুশান্তের ছবি.... 

PREV
110
একদিন সুশান্তের সঙ্গে ছবি ফিরিয়েছিলেন কঙ্গনা, আজ তিনিই কি না লড়াইয়ের মুখ

কঙ্গনা রানাওয়াত, বলিউডের প্রথম সেলেব যিনি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছিলেন। 

210

জানিয়েছিলেন, বলিউড কীভাবে ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তা তিনি জানেন। তাই বলিউড আজও তাঁর নিজের নয়। 

310

এরপরই উঠে আসে মাদক প্রসঙ্গ। বলিউডে একাধিক তারকারা ড্রাগ সেবন করে থাকেন। আর সেই নামও সামনে নিয়ে আসার কথা জানান কঙ্গনা। 

410

এখানেও শেষ নয়, কঙ্গনা স্বজন পোষণ নিয়েও একাধিক মন্তব্য করে এসেছেন বরাবরই। 

510

অথচ অতীতে লুকিয়ে রয়েছে অন্য কাহিনি। একবার সুশান্তের সঙ্গেই ছবি ফিরিয়েছিলেন কঙ্গনা। 

610

২০১৬ সালে একবার এক ছবির প্রস্তাব নিয়ে আসেন পরিচালক হোমি। ছবির চিত্রনাট্য নিয়ে তখনও চলছিল কাজ। 

710

কঙ্গনা রানাওয়াত সবটাই শুনেছিলেন। কিন্তু তখন তাঁর হাতে ছিল তখন রাঙ্গুন।

810

কিন্তু সেই ছবি বক্স অফিসে ভালো চলেনি। কিন্তু কঙ্গনা দুই ছবির মধ্যে রাঙ্গুনকেই বেছে নিয়েছিলেন। 

910

কঙ্গনা সাফ জানিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন, স্ক্রিপ্ট তাঁর ভালো লেগেছে। কিন্তু পড়ে জানিয়েছিলেন তাঁর সময় হচ্ছে না। 

1010

সেই ছবিতেই সুশান্তেরও অভিনয়ের কথা ছিল পাকা। কিন্তু সেই ছবি করার সময় পাননি কঙ্গনা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories