সম্পূর্ণ নগ্ন হয়ে সঙ্গমের দৃশ্যে শ্যুট করিনার, এই কারণেই কি সরে গিয়েছিলেন ঐশ্বর্য

বন্দিদশায় একের পর এক তারকাদের পুরোনো সিক্রেটই যেন আবার পেজ-থ্রির পাতা সরগরম করছে। যদিও গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরোনো নস্ট্যালজিয়াতে।  সময় কাটাতে নিজের মতোন বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও, ছবি আজকাল খুবই ভাইরাল হচ্ছে। সেই তালিকায় রয়েছে  করিনা কাপুর খান। সম্প্রতি নবাব বধূর পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। পরিচালক মধুর ভান্ডারকর পরিচালিত 'হিরোইন' ছবিটির জন্যই নগ্ন হতে হয়েছিল করিনাকে, সেই নগ্ন দৃশ্যের অভিজ্ঞতা নিয়েই মুখ খুলেছিলেন বলিউডের 'মাদার টু বি'।

Riya Das | Published : Aug 21, 2020 7:22 AM IST / Updated: Aug 21 2020, 01:34 PM IST
113
সম্পূর্ণ নগ্ন হয়ে সঙ্গমের দৃশ্যে শ্যুট করিনার, এই কারণেই কি সরে গিয়েছিলেন ঐশ্বর্য

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন।

213

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন।

313

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন।
 

413

মধুর ভান্ডারকর পরিচালিত হিরোইন ছবির জন্য নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল করিনা কাপুরকে। এবং সেই নগ্ন দৃশ্যে অভিনয়ই এখন নেটদুনিয়ায় ভাইরাল।এই ছবির পর আর কখনই এই ধরনের লুকে করিনাকে দেখা যায়নি। বেবোর হিরোইন একমত্র ছবি যেখানে শ্যুটের জন্য সম্পূর্ণ নগ্ন হতে হয়েছিল তাকে। যা হিট হলেও সেই মুহূর্তে বিতর্ক সৃষ্টি করেছিল ভক্তমহল। 

513


সালটা ২০১১। পরিচালক মধুর ভান্ডারকরের ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বর্য। মধুর জানিয়েছিলেন ঐশ্বর্য নাকি তার গর্ভাবস্থার কথা গোপন করে ছবিতে শুটিং করেছিলেন।

613


 সূত্র থেকে জানা যায়, এই ছবির কারণেই বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছিল মধুর ভান্ডারকরকে। কারণ একটানা ৬৫ দিন শুটিং করার পর ঐশ্বর্যর গর্ভাবস্থার কথা প্রকাশ্যে এসেছিল।

713

ঐশ্বর্যর গর্ভাবস্থার কথা জানাজানি হতেই মাঝপথে শুটিং বন্ধ করে দিয়েছিল। তারপরই করিনা কাপুরকে ছবির জন্য সাইন করা হয়েছিল। 

813

একটি সাক্ষাৎকারে করিনাকে  সেরা পাঁচটি চরিত্রের অভিজ্ঞতা শেয়ার করতে বলা হয়েছিল। সেখানেই  অভিনেত্রী মুখ খুলেছিলেন।

913


বলিউডের বেবোকে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও বিকিনি কিংবা নগ্নতায় সেভাবে দেখা যায়নি করিনা কাপুরকে।

1013


কিন্তু মধুর ভান্ডারকর পরিচালিত 'হিরোইন' ছবিতেই নগ্ন হতে হয়েছিল করিনাকে। যৌনতার দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বেবোকে। সম্পূর্ণ নগ্ন হয়ে সঙ্গমের দৃশ্যে শ্যুট করেছিলেন করিনা। মুহুর্তে ভাইরাল হয়েছিল ছবির একাধিক দৃশ্য যা নিয়ে পরবর্তীতে বিতর্কের মুখেও পড়তে হয় বেবোকে। 

1113

করিনা জানিয়েছিলেন, দর্শক হয়তো আমাকে  এই ভাবে দেখতে প্রস্তুত ছিল না। কিন্তু আমি আমার সেরাটা দেওয়ার জন্যই ১০০০ শতাংশই দিয়েছি।  লোকেরা যে যাই বলুক না কেন, আমি আমার বেস্টটা দিয়ে গর্বিত।

1213

করিনা আর বলেছেন, এই নগ্ন দৃশ্যে অভিনয় করে আমি প্রচন্ড গর্বিত। এবং আমি ভালবেসে এটা করেছি। ছবিতে যে অন্ধকার দিকগুলি দেখানো হয়েছে তা আমি সাহসের সঙ্গেই করতে সক্ষম হয়েছি।

1313


শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম' এবং 'গুড নিউজ'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos