এই ভয়ের কারণেই অজয়কে 'চুমু' খেতে নাকচ করেছিলেন করিনা, গোপন তথ্য ফাঁস 'মম টু বি'-র

বন্দিদশায় একের পর এক তারকাদের পুরোনো সিক্রেটই যেন আবার পেজ-থ্রির পাতা সরগরম করছে। যদিও গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরোনো নস্ট্যালজিয়াতে।  সময় কাটাতে নিজের মতোন বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও, ছবি আজকাল খুবই ভাইরাল হচ্ছে। সেই তালিকায় রয়েছে  করিনা কাপুর খান। সম্প্রতি 'মম টু বি' করিনা কাপুর এবং সিংহম স্টার অজয় দেবগণকে  নিয়েও একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যা জানলে অবাক হবেন। 
 

Riya Das | Published : Sep 7, 2020 9:25 AM / Updated: Sep 07 2020, 09:28 AM IST
112
এই ভয়ের কারণেই অজয়কে 'চুমু' খেতে নাকচ করেছিলেন করিনা, গোপন তথ্য ফাঁস 'মম টু বি'-র

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম।  নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন।

212

অজয় দেবগণ ও করিনা কাপুর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকদের মন কেড়েছে।

312

ওমকারা, সত্যাগ্রহ, গোলমাল সবেতেই নিজেদের বেস্টটাই দিয়েছেন এই জুটি।
সম্প্রতি তাদের একটি ছবি নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে।

412

২০১৩ সালে সত্যাগ্রহ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অজয় দেবগণ ও করিনা কাপুর।  ছবিতে একটি লিপ-লকের দৃশ্যও ছিল। কিন্তু করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি।

512

কিন্তু কী কারণে করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি, দীর্ঘ এত বছর পরে তা প্রকাশ্যে এসেছে।


 

612

ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। সেই সময়েই এই ছবি শুটিং চলছিল। করিনা চাননি, বিয়ের সময়ে তিনি কোনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন। এই ভয়ের কারণেই তিনি লিপ-লকের দৃশ্যে নাকচ করেছিলেন।

712

শুধুমাত্র সইফ আলি খানের কারণেই তিনি অজয়কে চুমু না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের আগেও অনেক লিপলকের দৃশ্যে অভিনয় করলেও  বিয়ের পরও তিনি তা করতে চাননি।

812

এমনকী যব উই মেট ছবিতেও বেশ আলোচনায় উঠে এসেছিলেন করিনা। শাহিদের সঙ্গে করিনার চুম্বনের দৃশ্য ছিল। এছাড়াও কম্বকত ইশক ছবিতে অক্ষয়ের সঙ্গে চুম্বন করেছিলেন করিনা।

912

সিংহম ২ ছবিতেও অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন করিনা। করিনা অভিযোগ করেছিলেন, অজয় খুব বেশি সিগারেট খাচ্ছে, যার ফলে তার খুব অসুবিধা হচ্ছে।

1012

একটি সাক্ষাৎকারে করিনা আরও বলেছিলেন, শট চলাকালীনও সিগারেটের ধোঁয়াতে অনেক সমস্যা হয়েছে। এমনকী এক ঘরে থাকা দায় হচ্ছিল। সকলে যখন খাবার খাচ্ছে তখনই সিগারেট খেতে শুরু করেছেন অজয়। এতেও অনেক সমস্যা হয়েছে।

1112

বর্তমানে অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আগামী বছরেই তাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। বর্তমানে গর্ভাবস্থার অবস্থাতেও তিনি শুটিং শুরু করতে চলেছেন।

1212


শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম' এবং 'গুড নিউজ'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos