Published : Aug 25, 2020, 12:35 PM ISTUpdated : Aug 25, 2020, 04:21 PM IST
করিনা কাপুর খান সাধারণত নিজের বেফাঁস মন্তব্যের কারণেই বিতর্কে জড়িয়ে থাকেন। কখনও প্রিয়ঙ্কা চোপড়াকে খারাপ অভিনেত্রী বলা তো কখনও ঐশ্বর্য রাইকে অন্য প্রজন্মের অভিনেত্রী বলে ব্যঙ্গ করা। করিনার মুখ যেন কাঁচির মত। নন ফিল্টার অ্যাটিটিউড নিয়েই আজ পর্যন্ত টিকে আছে বলউডে। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও বিতর্কের প্রসঙ্গ এলেও ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন সেসব। তেমনই ২০০৯ সালের ছবি কুরবান নিয়েও এমনই আচরণ করেছিলেন করিনা।