সম্পর্ক বাঁচানোর শেষ সুযোগটাও পাননি অর্জুনের মা, বাধা হয়ে দাঁড়ায় শ্রীদেবীর সন্তান

Published : Sep 10, 2020, 08:17 AM IST

যে কোনও সম্পর্কেই বিবাদ হতে পারে। সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, ভেঙে চলে আসার সময় সকলেই সেই সম্পর্ককে একটা শেষ সুযোগ দিতে চায়, কিন্তু তেমনটা করে উঠতে পারেননি অর্জুন কাপুরের মা  মোনা কাপুর। মাঝে বাধা হয়ে দাঁড়ায় শ্রীদেবীর সন্তান। 

PREV
18
সম্পর্ক বাঁচানোর শেষ সুযোগটাও পাননি অর্জুনের মা, বাধা হয়ে দাঁড়ায় শ্রীদেবীর সন্তান


বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের কথা কম বেশি সকলেরই জানা। তাঁদের সম্পর্কের মাঝে কখনই সামনে আসেনি কোনও মোনা কাপুরের পরিস্থিতি। 

28

যখন শ্রদেবী রঙিন সংসারের স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময়ই ঘর ভাঙছিল মোনা কাপুরের, বনি কাপুরের প্রথম স্ত্রী। 

38

সম্পর্কের আঁচ মোনা কাপুর পেলেও, এতটাও সহজ ছিল না সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা। আবার একটা সময় থাকার মতও কিছু থাকে না। 

48

এই সম্পর্ক নিয়েই একাধিকবার বার প্রকাশ্যে মুখ খুলেছিলেন বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুর।

58

তাঁর কথায় সম্পর্ক টিকিয়ে রাখার মত কিছুই বাকি ছিল না। বনি কাপুর ছেড়েছিলেন তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের। 

68

কিন্তু সব সম্পর্ককেই একটা শেষ সুযোগ দেওয়া উচিৎ। তবে এই সিদ্ধান্ত নিতে পারেননি মোনা কাপুর। কারণ ততদিনে বনি-শ্রীদেবীর সন্তান এসে গিয়েছিল। 

78

জানতে পেরে নিজেই সরে এসেছিলেন মোনা কাপুর। সেই ক্ষোভ কোনও দিনই মোছার নয়, জানিয়েছিলেন মোনা কাপুর। 

88

অর্জুন কাপুরের মনেও সেই যন্ত্রণা বর্তমান। মায়ের প্রসঙ্গ উঠলেই পুরোনো স্মৃতি তাঁকে তারিয়ে নিয়ে বেড়ায়।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories