ভুয়ো সম্পর্ক ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায় করণ, কড়া ভাষায় কি জবাব দিয়েছিলেন 'বাহুবলি'

Published : Jul 15, 2020, 06:40 PM ISTUpdated : Jul 15, 2020, 06:42 PM IST

সুশান্তের মৃত্যুর পর চারিদিকে শুধু একটাই শব্দ  'স্বজনপোষণ'। তার মৃত্যুতে যেন বি-টাউনের  অন্ধকার দিকগুলি আরও প্রকাশ্যে চলে এসেছে।  এছাড়াও করণ জোহর থেকে বনশালি সকলেই যেন শিরেনামের শীর্ষে। সম্প্রতি কফি উইথ করণ-এর একটি পুরোনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যা নিয়েই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। চ্যাট শো-তে সকলকে নেমে তাদের প্রশ্নের জালে বিদ্ধ করে ভুয়ো করার অভিযোগ একাধিকবার উঠেছে করণের বিরুদ্ধে। বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস ও অনুষ্কা শেট্টির  সম্পর্ক নিয়ে ভুয়ো গসিপ ছড়িয়েছিলেন করণ। প্রকাশ্যেই কী জবাব দিয়েছিলেন অভিনেতা, জানুন বিশদে।

PREV
18
ভুয়ো সম্পর্ক ছড়ানোর অভিযোগে ফের কাঠগড়ায়  করণ, কড়া ভাষায় কি জবাব দিয়েছিলেন 'বাহুবলি'

করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে আমন্ত্রিত করা হয়েছিল প্রভাসকে। আর সেই শো -তেই তাকে করণ প্রশ্ন করেছিল তিনি অনুষ্কার সঙ্গে ডেটিং করছেন কিনা।

28


করণের প্রশ্নের উত্তরে সপাট জবাবে না বলেছিলেন অভিনেতা।

38

তারপরেই করণ ফের পাল্টা প্রশ্ন করে তাহলে অনুষ্কাকে নিয়ে ডেটিং-এর গুজব টা সত্যি নয়। উত্তরে প্রভাস তাকে জানিয়েছিলেন আপনিই এটা শুরু করেছেন।

48


তার উত্তর শুনে সকলেই হতবাক হয়ে গিয়েছল। আর এই কারণের জন্য বি-টাউনের বড় গসিপ ম্যানেজারের তকমাও রয়েছে করণ-এর।

58

করণ সেই শো-তে একটি গেমও খেয়েছিলেন। যেখানে একের পর এক প্রশ্ন করেছিল করণ।

68


করণের প্রশ্নঃ আপনি কখনও সেট থেকে বেরিয়ে এসেছেন? আপনার কি এমন বন্ধু রয়েছে যার থেকে আপনি সাহায্য নিয়েছিলেন।

78

খেলার শেষ মুহূর্তে এসেই পুরো খেলা ঘুরিয়ে দিয়েছিলেন প্রভাস।

88


করণ প্রভাসকে প্রশ্ন করেছিল যে আপনি কফি উইথ করণ-এর সোফায় এসে তিনি কি মিথ্যা বলেছেন, তার উত্তরে অভিনেতা করণ-এর মুখের পর হ্যাঁ বলে উত্তর দিয়েছিল প্রভাস। 

click me!

Recommended Stories