রেখা নাকি কাজল, খোলা বুকের বিতর্কিত ফোটোশুটে শরীরী প্রদর্শনে কে এগিয়ে

রেখা মানেই সাড়া জাগানো টানটান উত্তেজনা। সৌন্দর্য, গ্ল্যামার, শরীরী হিল্লোল,  পর্দা কাঁপানো  আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। বলি ডিভা কাজলও কম কীসে। পাল্লা দিয়ে উন্মুক্ত বক্ষের বিতর্কিত ফোটোশুটে নজর কেড়েছিলেন কাজলও। অফবিট চরিত্র থেকে সাহসী পোজ দিতে পিছপা হননি কেউই, আজও সেই বিতর্কিত ফোটোশুট নেটদুনিয়ার 'হটকেক'।
 

Riya Das | Published : Oct 20, 2020 4:38 PM / Updated: Oct 21 2020, 10:30 AM IST
18
রেখা নাকি কাজল, খোলা বুকের বিতর্কিত ফোটোশুটে শরীরী প্রদর্শনে কে এগিয়ে


সালটা ১৯৯৬। বলি অভিনেত্রী কাজল-রেখার সাহসী বিতর্কিত ফোটোশুট ঝড় তুলেছিল নব্বইয়ের দশকে।

28

তিনি বরাবরই সাহসী, গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি সাবলীল। তাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তিনি হলেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা। 

38

এখনও পর্যন্ত এই প্রজন্মের নায়িকাদের টক্করেও অনেকটাইএগিয়ে রেখা। বলি আইকনের ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী।

48

জনপ্রিয় ম্যাগাজিনের ফোটোশুটেই শরীরী আবেদনে ঝড় তুলেছিলেন রেখা ও কাজল। আজও সেই ছবি জনপ্রিয়তায় তুঙ্গে।

58


ঘনিষ্ঠ আলিঙ্গনে এক সোয়েটারের মধ্যে একে অপরের সঙ্গে পোজ দিয়ে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বলিউডের দুই ডিভা।

68

নব্বইয়ের দশকে সাহসী অবতারে উষ্ণতা জাগালেও তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বলিউডের এই দুই নায়িকাকে।

78


গতে বাধা ছক ভেঙে বেরিয়ে সাহসী ফোটেশুটে কাজল তখনকার সময়ে যথেষ্ঠ সাহসীকতার পরিচয় দিয়েছিল। যার কারণেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

88

 বলিউডের উমরাওজানের ব্যক্তিগত জীবনটাও ছিল চলচ্চিত্র জীবনের মতোই ঝা চকচকে । নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সবসময়েই  সচেতন ছিলেন এই অভিনেত্রী।  আজও অমলিন তার ম্যাজিক।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos