করণ জোহরের চ্যাট শোতে কাজল নিজে জানিয়েছেন, যেভাবে নিঃশ্বাস নিতে বলা হয়েছিল তা এতটাই অস্বাভাবিক ছিল যে একের পর এক রিটেক হচ্ছিল।শাহরুখ খান জানিয়েছিলেন, যে জিনিস আমার সাধারণত স্বাভাবিক জীবনে করি না, সেটা কাজল কোনওদিনই পর্দায় প্রকাশ করতে পারে নি। এবং এই সমস্যার জন্যই বিপদে পড়েছিলেন নিমার্তারা।