বলিউডের অন্দরমহলের একাধিক তথ্য ফাঁস হতে খুব একটা বেশি সময় লাগে না। বর্তমানে যেমন নেট দুনিয়ার রমরমা, নব্বইয়ের দশকে সেই পরিস্থিতি না থাকলেও খবরের শিরোনামে আজ নয় কাল তা ফাঁস হয়েই যেত। আর সেই সাংবাদিকের রিপোর্টের জেরেই বিপাকে পড়তে হয়েছিল একবার কিং খানকে।
ঘটনাটি ঘটে ১৯৯২ সালে। একটি রিপোর্ট ঘিরেই শুরু বচসাষ। ঠিক কী ঘটেছিল তখন! শাহরুখ খান সেই সময়ের হট কেক। তাঁকে নিয়ে সব খবরই ভাইরাল।
210
এমন সময়ই একটি ছবির প্রস্তাব আসে কিং খানের কাছে মায়া মেম সাহেব। সেই ছবি ঘিরেই শুরু বিতর্ক।
310
সেখানে অভিনেত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করার কথা ছিল শাহরুখ খানের। পরিচালক তাঁকে জানিয়েছিলেন তিনি যেন অভিনেত্রীর সঙ্গে একটি রাত হোটেলে কাটান।
410
এতে তাঁদের মধ্যে সম্পর্ক অনেক বেশি সহজ হয়ে উঠবে। যা শ্যুটিং-এ ভালো প্রভাব ফেলবে। এমনই একটি খবর এক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
510
বিপত্তি শুরু সেখান থেকেই। এক সাংবাদিককে অনুমান করে শাহরু খান তাঁর ওপর চরাও হন। দাবি করে বসেন তিনিই লিখেছেন এই সংবাদ, এবং শাহরুখ খান তাঁকে দেখে নেবেন।
610
এরপরই শুরু জলঘোলা। সেই সাংবাদিক তড়িঘড়ি পুলিশকে ফোন করে দেন। এবং বান্দ্রা পুলিশ শাহরুখ খানকে গ্রেফতার করে নিয়ে যায়।
710
যদিও সেখানে বিষয়টা ছিল বেশ খানিকটা ভিন্ন। সকলে শাহরুখ খানের অটোগ্রাফ নেয়, এবং স্টারের মতই ব্যাবহার করে।
810
শাহরুখ খান এই ঘটনার জেরে রেগে গিয়ে সাংবাদিককে আবারও পাল্টা ফোন করে কুকথা বলে বসেন।
910
পরবর্তীতে শাহরুখ খান জানতে পারেন সেই খবরটি লিখেছিলেন অন্যকেউ। তখন সাংবাদিকের কাছে তিনি ক্ষমাও চেয়েছিলেন।
1010
আর রইল পড়ে সেই বিতর্কিত দৃশ্যের কথা, তা ছবি থেকে সরিয়ে নেওয়া হয়। ২০০৮ সালে আবারও তা লাক হয়ে যায় নেট পাড়ায়।