পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত শাহিদ কাপুর, খবর শুনে কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা

বলি অভিনেতা শাহিদ কাপুর।  বি-টাউনের নিজের চেয়ে বয়সে বড় অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে বরাবরই লাইমলাইটের শীর্ষে থেকেছেন। সম্প্রতি স্ত্রী মীরা রাজপুত এবং সন্তানদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি।  সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই শাহিদ।   সম্প্রতি বেশ কয়েকবছর আগে শাহিদ কাপুরের পাকস্থলির ক্যান্সারের খবর সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়েছিল। সেই খবর শুনে কি প্রতিক্রিয়া হয়েছিল অভিনেতার জেনে নিন বিশদে।

Riya Das | Published : Jul 16, 2020 12:11 PM / Updated: Jul 16 2020, 06:21 PM IST
19
পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত শাহিদ কাপুর, খবর শুনে কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা

সালটা ২০১৮। বলি অভিনেতা ইরফান খান, সোনালি বেন্দ্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে উত্তাল হয়েছিল বলিউড।

29


ঠিক সেই সময়েই শাহিদ কাপুর পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।

39

শাহিদের এই শরীর খারাপের খবর শুনে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এবং সকলেই খুব শীঘ্রই সামাজিক বার্তা দিতে শুরু করেছিলেন।

49

কিন্তু শাহিদ  কাপুরের পাকস্থলীর আক্রান্ত হওয়ার খবরটি যে ভুয়ো ছিল তা  অভিনেতার পরিবারের  পক্ষ থেকেই জানানো হয়েছিল।

59

শাহিদের ক্যান্সারের খবর মিথ্যা বলে দাবি করেছিলেন তার পরিবার।

69

মানুষ যা কিছু তাই বলতে পারে।  এই খবরটা কিসের ভিত্তিতে হয়েছে। এবং পুরোটাই মিথ্যে বলে জানিয়েছিলেন শাহিদের পরিবারের সদস্য।

79

শাহিদ নিজেও তারপর টুইটে জানিয়েছিলেন, আমি পুরোপুরি ঠিক আছি। দয়া করে কোনও গুজব রটাবেন না। শাহিদের টুইটের পরই স্বস্তি পেয়েছিলেন ভক্তরা।

89

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ।

99

বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos