কঙ্গনার ইংরেজি খারাপ, সোনম ও করণ নাক শিঁটকিয়ে ঠাট্টা করেছিলেন কফি উইথ করণ-এ

সোনম কাপুর মানেই বিতর্কের অন্ত নেই। একমাত্র বলিউড অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রিতে পদার্পণ করতে না করতেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে উঠে এসেছেন সংবাদ শিরোনামে। কখনও নিজের সিনিয়র অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের বিষয় কুমন্তব্য তো কখনও নিজের সমসাময়িক অভিনেত্রী দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধেও মন্তব্য করতে ছাড়েননি তিনি। গসিপ কিং করণ জোহারের সঙ্গে বসে সোনমও শুরু করেছিলেন সকলের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা। 

 

 

Adrika Das | Published : Aug 18, 2020 1:06 PM IST / Updated: Aug 18 2020, 06:46 PM IST
110
কঙ্গনার ইংরেজি খারাপ, সোনম ও করণ নাক শিঁটকিয়ে ঠাট্টা করেছিলেন কফি উইথ করণ-এ

কফি উইথ করণ এমনই একটি অনুষ্ঠান, যেখানে তারকারা এসে অন্যান্য তারকাদের বিষয় মন্তব্য করেন। 

210

অনেকে আবার না কোনও মন্তব্য না করতে চাইলেও করণের প্রশ্ন এমন ভাবেই সাজানো থাকে যে তাঁরা না চাইলেও মন্তব্য করে ফেলেন।

310

কফি উইথ করণে বহু বছর আগে সোনম কাপুর এবং দীপিকা পাডুকোন প্রথমবার এসেছিলেন। 

410

বলিউডে দীপিকা ডেবিউ করেছিলেন ওম শআন্তি ওমের হাত ধরে এবং সোনম সাওয়ারিয়ার মাধ্যমে।

510

তারপরই কিছু ছবির পরই করণের অনুষ্ঠানে আমন্ত্রিত হন তাঁরা। সেখানেই কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধে কুমন্তব্য করে বসেন সোনম। 

610

কঙ্গনার ইংরেজি সেই সময় তেমন ভাল না হওয়ায় করণ খানিক ইচ্ছাকৃত এই সংক্রান্ত প্রশ্ন করে বসেন সোনমকে। 

710

তিনি জিজ্ঞেস করেন, "তোমায় যদি বলা হয় কাউকে ইংরেজি সঠিকভাবে বলার ক্ষমতা দিতে, তাহলে কাকে দেবেন।"

810

প্রথমদিকে সোনম হেসে ফেলে বলেন, তাঁর পক্ষে কারও নাম নেও সম্ভব নয়। তবুও করণ তাঁকে জোর করেন। 

910

তারপরই সোনম, কঙ্গনার নাম নিয়ে বসেন। যার কারণ বহু বছর পর কঙ্গনা প্রথমবার কফি উইথ করণে এসে করণকে অপদস্ত করেন। 

1010

তিনি বলেন, "এই কাউচে তুমি আমায় নিয়ে মজা করেছ। আমি সেসব ভুলিনি। আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করেছ।" 

Share this Photo Gallery
click me!

Latest Videos