টেলিভিশন অভিনেত্রী সারা খান বিনোদন জগতে পদার্পণ করেন সংস্কারি মেয়ের চরিত্রে। বিদাই ধারবাহিকে সাধনার চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন ভারতীয় দর্শকদের। সেখান থেকেই হঠাৎ ভোলবদল সারা। প্লাস্টিক সার্জারি, ওয়েট লস, বোল্ড অবতারে ধরা দেন সারা। এমন রূপে তাঁকে আগে কখনই দেখেননি ভক্তরা। সেখান থেকেই বিভিন্ন রিয়্যালিটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে আসা, সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সারা। তবে এক সময় মুসলিম সম্প্রদায়ের এক দল তাঁকে প্রাণনাশের হুমকি দেয়।