Published : Sep 21, 2020, 01:58 PM ISTUpdated : Sep 21, 2020, 08:10 PM IST
অক্ষয় কুমারের ভক্তদের সংখ্যা নেহাতই কম নয়। যে অক্ষয় সলমন, শাহরুখ, আমিরের ভিড়ে এক সময় টিকতে পারেননি এখন তিনি হাইয়েস্ট পেইড অভিনেতাদের মধ্যে অন্যতম। এক বছরে একাধিক ছবি করেন, তাও আবার ভিন্ন জনরাহর। যার জেরে সব রকমেরই ভক্তরা রয়েছেন তাঁর ফ্যান ফলোয়াড়দের তালিকায়। তবে অনেক বিনোদনপ্রেমীদের কথায় অক্ষয় কুমার এমন অনেক কাজই করেন যা রীতিমত অশালীন। এবং এই অশালীন আচরণ গুলো তিনি নাকি খবরে থাকার জন্যই করেন।